Sunday, August 3, 2025
Homeরাজ্যনিজের হাতে চপ ভেজে কর্মীদের খাওয়ালেন সুজাতা
Lok Sabha Election 2024

নিজের হাতে চপ ভেজে কর্মীদের খাওয়ালেন সুজাতা

ঢাক বাজিয়েও ভোট প্রচার সারলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী

Follow Us :

বাঁকুড়া: ইন্দাস লোকসভা ( Indus Lok Sabha) ভোট প্রচারে (Election campaign) সুজাতা মন্ডল (Sujata Mondal)। প্রচারে বেরিয়ে কখনও স্যালোঁতে ঢুকে কাঁচি হাতে চুল কাটছেন, তো কখনও চায়ের দোকানে ঢুকে নিজে হাতে চা করে খাওয়াচ্ছেন কর্মীদের।প্রচারে বেরিয়ে দোকানে চপ ভাজলেন সুজাতা, বাজালের ঢাক। এবার প্রচারে ঝড় তুলছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল, এদিন তিনি ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদের নেতৃত্বে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে কখনও পায়ে হেঁটে প্রচার কখনও জনসংযোগ কখনো কর্মী সভার মধ্য দিয়ে ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী। প্রচারে বেরিয়ে দেখা যায় তাকে ইন্দাসে একটি দোকানে চপ ভাজতে। পাশাপাশি নিজে ঢাক বাজিয়েও ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল।

আরও পড়ুন: প্রচারে গিয়ে তৃণমূল কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন রচনা

ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বিষ্ণুপুরে জমে উঠছে নির্বাচনী লড়াই। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বিপরীতে দাঁড়িয়ে তৃণমূল প্রার্থী তথা সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। বিজেপিকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তিনি। এমনকি মঞ্চ বক্তব্য দিতে গিয়ে সুজাতা মন্ডল বলেন, এলাকাবাসীর উদ্যোগে ভগবানের আশীর্বাদে জিতে আসার পর আমি আপনাদের এই হাসপাতালে মান উন্নয়ন করার জন্য লড়াই করে অধিকার ছিনিয়ে আনব। মানুষের সঙ্গে খাকতে তো আমার খুব ভাল লাগে।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39