জলপাইগুড়ি: ব্লাড ব্যাঙ্কে রক্তের আকাল। প্রতিবেশী কিডনির রোগে কুমার বর্মনকে রক্ত দিতে এগিয়ে এলেন এশিয়ার্ডে সোনা জয়ী স্বপ্না বর্মন। রক্ত পেয়ে কিছুটা হলেও স্বস্তিতে অসুস্থ কুমার বর্মনের পরিবার।
জলপাইগুড়ি পাতকাটা গ্রামপঞ্চায়েতের ঘোষ পাড়ার বাসিন্দা কুমার বর্মন কিডনি রোগে আক্রান্ত দীর্ঘদিন ধরে। তাঁর রক্তের প্রয়োজন। তবে ব্লাড ব্যাঙ্কে রক্তের আকাল চলছে দীর্ঘদিন থেকে। এই পরিস্থিতিতে একটি O পজিটিভ রক্ত পাচ্ছিলেন না তাঁরা। এরপরেই কুমার বর্মনের পরিবার জানতে পারে, তাঁদের প্রতিবেশী এশিয়ার্ডে সোনা জয়ী স্বপ্না বর্মনের O পজিটিভ। এর পরেই মঙ্গলবার সকালে কুমার বর্মনের পরিবারের সদস্যরা স্বপ্নার দ্বারস্থ হয়ে এক বোতল রক্ত দেওয়ার আবেদন করেন।
আরও পড়ুন: হালকা ঠান্ডায় এখনও খুশি থাকতে হবে রাজ্যবাসীকে
স্বপ্না ওই পরিবারের আবেদনে সাড়া দিয়ে রক্ত দেওয়ার জন্য রাজি হন। তিনি নিজেই জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাঙ্কে যান এবং এক ইউনিট রক্ত দেন। স্বপ্না জানিয়েছেন, ইতিমধ্যে এই পরিবারের পাশে আমি দাঁড়িয়েছি। প্রয়োজনে তিনি আরও সাহায্য করবেন। সোনার মেয়ে স্বপ্না তাঁদের পাশে দাঁড়ানোতে খুশি কুমারের পরিবার।
দেখুন আরও অন্য়ান্য খবর: