skip to content
Thursday, July 4, 2024

skip to content
Homeকলকাতাকোচবিহার থেকে কলকাতা, রাজ্যজুড়ে পালিত হল ৮'ম কন্যাশ্রী দিবস

কোচবিহার থেকে কলকাতা, রাজ্যজুড়ে পালিত হল ৮’ম কন্যাশ্রী দিবস

Follow Us :

কন্যাশ্রী দিবস আজ। ২০১৩ সালে পথ চলা শুরু রাজ্য সরকারের তৈরি এই কন্যাশ্রী প্রকল্পের। যার মাধ্যমে পশ্চিমবঙ্গের যে কোনও জেলায় আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মেয়েদের নগদ সহায়তা দেওয়া হয়। আর্থিক সমস্যার কারণে অনেক মেয়েরাই পড়াশোনা করতে পারে না। ফলে দেখা যায়, অনেক কম বয়সেই এই মেয়েদের বিয়ে দিচ্ছেন পরিবারের সদস্যরা। এই সকল মেয়েদের কথা ভেবেই ২০১৩ সালে কন্যাশ্রী প্রকল্পের রূপায়ণ করে পশ্চিমবঙ্গ সরকার। যাতে অর্থনৈতিক সমস্যার কারণে কোনও পরিবার ১৮ বছর বয়সের আগে তাঁদের মেয়ের বিয়ের ব্যবস্থা না করেন। এই প্রকল্পের আওতায় অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের বার্ষিক ১ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়। ছাত্রীর বয়স ১৮ হলে, তখন এককালীন ২৫ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। ২০১৫ সালে স্কচ স্মার্ট গভর্নেন্স অ্যাওয়ার্ড পায় কন্যাশ্রী প্রকল্প। এরপর ২০১৭ সালে নেদারল্যান্ডের দ্য হেগ শহরে ইউনিসেফের আন্তর্জাতিক উন্নয়ন দফতর আয়োজিত ‘গার্ল সামিট’-এ সেরা নির্বাচিত হয় কন্যাশ্রী ৷ এখনও পর্যন্ত প্রায় ৭৩ লক্ষ কন্যাসন্তান এই প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছেন। ১৪ অগস্ট, শনিবার ছিল কন্যাশ্রী দিবস, যা পালিত হল সারা রাজ্য জুড়ে।

আরও পড়ুন : কন্যাশ্রী দিবসে পাঁচ হাজার টাকায় কন্যা সন্তানকে বিক্রি, মাকে জেরা পুলিশের

এদিন সকালে ট্যুইট করে সকল কন্যাশ্রীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইটে লেখেন, ‘কন্যাশ্রী দিবসে বাংলার সব মেয়েদের সাফল্য আমি উদযাপন করছি। আমি তাদের কৃতিত্ব, উৎসাহ আর নিষ্ঠার জন্য গর্বিত। কন্যাশ্রী প্রকল্প লক্ষ লক্ষ কিশোরীর স্বপ্নপূরণে সাহায্য করেছে। একটি জাতি হিসাবে, সবসময় আমাদের নারী ও মেয়েদের ক্ষমতায়নের জন্য কাজ করতে হবে।’

৮ বছরে পা দিল রাজ্যের কন্যাশ্রী প্রকল্প। এই উপলক্ষ্যে রবীন্দ্র সদনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। করোনার জেরে সংক্ষিপ্ত অনুষ্ঠান রবীন্দ্র সদনে। করোনার জেরে স্কুল, কলেজে পঠনপাঠন বন্ধ থাকলেও কন্যাশ্রী প্রকল্পের সুবিধা থেকে যাতে কেউ বঞ্চিত না হন সেদিকে নজর রেখেছে রাজ্য সরকার। গত আট বছরে ৭৩ লক্ষ মেয়ের কাছে রাজ্যের তরফে বিভিন্ন আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। প্রথাগত শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি কিভাবে তাদের কারিগরি প্রশিক্ষণ দেওয়া যায়, তা নিয়েও কাজ শুরু হয়েছে। শনিবার ১২ জন কৃতি কন্যাশ্রীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে সফল মেয়েদের উৎসাহ দিতে এই পুরস্কার তুলে দেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হয় আর্থিক অনুদান। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে একেবারে প্রত্যন্ত এলাকায়ও। অন্যদিকে এ রাজ্যের নারী ও শিশুদের সমস্যা সমাধানে শিশু এবং মহিলা কমিশন কাজ করে চলেছে।

আরও পড়ুন : মেলেনি কন্যাশ্রীর টাকা, সেলাইয়ের কাজ করে পড়াশোনা চালাচ্ছেন কাটোয়ার বিউটি

শনিবার কন্যাশ্রী দিবস উপলক্ষ্যে জলপাইগুড়িতে একটি কন্যাশ্রী ক্লাব গঠনের উদ্যোগ নেওয়া হয়। ২০১৩ সালে এই প্রকল্প শুরুর সময় থেকে কন‍্যাশ্রী ক্লাব গঠন, এই প্রকল্পের একটি স্বকীয় অংশ হিসাবে ছিল। শনিবার কন্যাশ্রী দিবস পালন করা হল জলপাইগুড়ি অরবিন্দ মাধ্যমিক বিদ্যালয়ে। এদিন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল স্কুলে। স্কুলের পক্ষ থেকে কন‍্যাশ্রী ক্লাব গঠনের অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়। ক্লাবটির নামকরণ করা হয়েছে ‘উত্তরণ ‘। সমাজের এবং বিদ‍্যালয়ের কন‍্যা ও মহিলাদের আর্থিক সামাজিক ও মানসিক উত্তরণ এই ক্লাবের প্রধান উদ্দেশ্য। অরবিন্দ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষৌণিশ গুহরায় বলেন, ”বাল‍্য বিবাহ, নারী পাচার, স্কুল থেকে ড্রপ আউটের ক্ষেত্রে কন‍্যাশ্রী ক্লাবের ছাত্রীরা বাকিদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

আজ কন্যাশ্রী দিবস উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জুড়ে পালিত হয়েছে এই দিনটি। শনিবার দুপুরে বালুরঘাট প্রশাসনিক ভবন থেকে কন্যাশ্রী দফতরের পক্ষ থেকে একটি ট্যাবলোর সূচনা করা হয়। এই ট্যাবলো বিভিন্ন জেলায় ঘুড়ে ঘুড়ে মানুষজনকে এই প্রকল্প নিয়ে সচেতন করবে। আজ দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনের বিবেকানন্দ ভবনে অনুষ্ঠিত হওয়া কন্যাশ্রী দফতরের পক্ষ থেকে অনুষ্ঠান করে জেলার ৩টি শ্রেষ্ঠ কলেজ ও ৩টি শ্রেষ্ঠ বিদ্যালয়কে পুরস্কৃত করা হয়। এছাড়াও এদিন এ বছরের উচ্চমাধ্যমিকের জেলার নাম উজ্জলকারী কন্যাশ্রীকে পুরস্কৃত করা হয়েছে।

আরও পড়ুন : মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে যাব, কন্যাশ্রী দিবসে বার্তা মমতার

এদিন অষ্টম বর্ষ কন্যাশ্রী দিবস পালিত হল শিলিগুড়িতেও। মহকুমাশাসকের দফতরে করোনা আবহের জন্য নিত্যান্ত সাদামাটা ভাবে পালিত হল কন্যাশ্রী দিবস। মহকুমা শাসক শ্রীনিবাস ভেঙ্কটরাও পাটিল বলেন, ”রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বার্তা বাহক একটি ট্যাবলোর আজ সূচনা করা হল। কী ভাবে কন্যাশ্রী সুবিধা ছাত্রীরা পাবে তা এই ট্যাবলো থেকে জানতে পারবেন।”

আরও পড়ুন : কোচবিহার জেলায় সাড়ম্বরে পালিত হল কন্যাশ্রী দিবস

কন্যাশ্রীতে ভাল কাজের জন্য পুরস্কার পেয়েছে কোচবিহার জেলা। ১৪ আগস্ট রাজ্য সরকারের তরফে কলকাতায় কোচবিহার জেলা প্রশাসনের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পে দ্রুততার সঙ্গে কাজ সম্পূর্ণ করা, নবীকরণ করা, কে ওয়ান ও কে টু এই দুই প্রকল্পে আবেদনের ভিত্তিতে দ্রুততার সঙ্গে পদক্ষেপ করা সহ বিভিন্ন বিষয় বিবেচনা করেই এই পুরস্কার দেওয়া হচ্ছে। পাশাপাশি শুক্রবার কোচবিহার ল্যান্সডাউন হলে কন্যাশ্রীতে ভাল কাজ করার জন্য জেলার মহিষকুচি হাইস্কুল, পুন্ডিবাড়ি আর.জি.এল. বালিকা বিদ্যলয় ও মধুপুর লক্ষ্মীকান্ত হাইস্কুল, জেলার দিনহাটা কলেজ, বানেশ্বর সারথিবালা মহাবিদ্যালয় এবং কোচবিহার বিটি অ্যান্ড ইভিনিং কলেজকে মেডেল, ট্রফি ও গাছের চারা দিয়ে পুরস্কৃত করা হয়। কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, “কন্যাশ্রী প্রকল্পে ভালো কাজের জন্য রাজ্যে সেরা জেলাগুলোর মধ্যে অন্যতম কোচবিহার জেলা।”

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Hemant Soren | ফের মুখ্যমন্ত্রী হচ্ছেন হেমন্ত, তাহলে চম্পই সোরেনের কী হবে? দেখুন ভিডিও
00:00
Video thumbnail
Good Morning Kolkata | দেখে নিন আজ সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি
00:00
Video thumbnail
CPIM | কেন হারল সিপিএম? কারণ খুঁজতে অভিনব উদ্য়োগ পার্টির!
01:19:56
Video thumbnail
Madan Mitra - সৌগত বনাম মদন ? সৌগতর বিস্ফোরক ছবি' ফাঁস করলেন' মদন !
01:31:16
Video thumbnail
TMC | তৃণমূলের মিছিলে হাঁটলেন 'মৃত' বৃদ্ধা অবাক কাণ্ড বসিরহাটে
10:27:11
Video thumbnail
Shiv Sena | BJP | রাজ্যসভায় বিজেপিকে তুলোধনা কী বললেন শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা?
03:28:11
Video thumbnail
Aajke | এ এক আজব রাজ্যপাল, নিজের পিঠ বাঁচাতে ব্যস্ত
10:25:27
Video thumbnail
Narendra Modi | Mamata Banerjee | নাম নিলেন না মমতার! কী বললেন মোদি?
10:56:01
Video thumbnail
Narendra Modi | লোকসভায় তুফান তুলেছিলেন রাহুল, রাজ্যসভায় জবাব মোদির কোন ইস্যুতে মুখ খুললেন?
01:50:15
Video thumbnail
Kalyan Banerjee | Modi | মোদিতে রণংদেহী, 'এত ঘেন্না কেন?'
11:42:01