Tuesday, August 5, 2025
Homeরাজ্যহাজার হাজার বাম সমর্থকদের ভিড় হাওড়ার লঞ্চঘাটে

হাজার হাজার বাম সমর্থকদের ভিড় হাওড়ার লঞ্চঘাটে

ব্রিগেডের পথে সমস্ত বাম কর্মী-সমর্থকদের সঙ্গে পা মেলালেন মীনাক্ষী মুখোপাধ্যায়ের বাবা-মা

Follow Us :

হাওড়া: আজ ব্রিগেডে সমাবেশের ডাক দিয়েছে সিপিএমের যুব সংগঠন গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI)। সিপিএমের যুব সংগঠনের ডাকা এই সমাবেশে (DYFI Brigade Rally) রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাম কর্মী-সমর্থকরা ব্রিগেডের উদ্দেশ্যে সকাল থেকেই আসতে শুরু করে। বিপুল সংখ্যক সমর্থকদের দেখা যায় হাওড়া স্টেশনে। হাওড়া ব্রিজ পেরিয়ে বেশির ভাগই হেঁটে রওনা দেন ব্রিগেডের পথে। বহু মানুষকে দেখা যায় লঞ্চঘাটে ভিড় করতে। লঞ্চ ঘাট বন্ধ নিয়ে বাম কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখালে চাপে পড়ে একটি ঘাট খুলতে বাধ্য হয় হাওড়া লঞ্চ ঘাট (Launch Ghat Howrah) কর্তৃপক্ষ।

বেলা গড়াতেই দেখা যায় হাজার হাজার বাম সমর্থকদের নিয়ে একের পর এক লঞ্চ হাওড়া লঞ্চঘাট থেকে কলকাতার উদ্দেশে রওনা দিচ্ছে। ভিড় বাড়ছে রবিবারের গড়ের মাঠে। বেলা ১২টা থেকে ব্রিগেডে সভা শুরু হবে। হাওড়া স্টেশন থেকে ব্রিগেডের পথে সমস্ত বাম কর্মী-সমর্থকদের সঙ্গে পা মেলালেন মীনাক্ষী মুখোপাধ্যায়ের বাবা-মাও।

আরও পড়ুন: জোড়া কর্মসূচি ঘিরে যানজটের সম্ভাবনা

ব্রিগেডের পথে মীনাক্ষী মুখোপাধ্যায়ের মা বলেন যে ন্যায় বিচারের প্রত্যাশা নিয়ে রাস্তায় নেমেছে বাম কর্মী-সমর্থকরা, সেই আশা পূরণ হবেই। রাজ্যে ও কেন্দ্রে যে দুই সরকার চলছে সেই দুই সরকারের কোন মানবিকতা নেই। রাজ্য এবং কেন্দ্রের বর্তমান সরকারকে গণতন্ত্র বিরোধী সরকার বলে নিশানা করেন মীনাক্ষী মুখোপাধ্যায়ের মা পারুল মুখোপাধ্যায়। তাঁর মন্তব্য, গণতন্ত্র নিয়ে যদি সরকার চলত তাহলে দিনের পর দিন বেকার যুবকদের রাস্তায় বসে থাকতে হত না। আজকের ব্রিগেডের সমাবেশের মূল বক্তা মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনিই ক্যাপ্টেন। মেয়ের ওপর অগাধ ভরসা রেখে বাবা সাগর মুখোপাধ্যায় বলেন রাজ্যে শিক্ষার ব্যবস্থা নেই। জিনিসপত্রের দাম বাড়ছে। বেকার যুবকরা চাকরি পাচ্ছে না। সমস্ত দিক দিয়ে মানুষকে সংঘটিত করার কাজ করছে তাঁর মেয়ে।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39