হুগলি: হুগলি (Hooghly)-র আরামবাগ লোকসভার (Arambag Lok Sabha) তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে (TMC MP Apurupa Poddar) হুমকি। থানায় লিখিত অভিযোগ দায়ের সাংসদের। সূত্রের খবর, মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ সাংসদের হোয়াটসঅ্যাপে (Whatsapp) অপরিচিত নম্বর থেকে একটি মেসেজ আসে। সেখানে তাঁকে হুমকির সুরে লেখা, তুই বাঁচবি তো। রাত প্রায় ১ টা নাগাদ কলকাতা থেকে বাড়ি ফেরেন সাংসদের স্বামী শাকির আলি। তিনি জানান, তিনি ফিরে দেখেন, আড়াই বছরের মেয়েকে জড়িয়ে বসে স্ত্রী। ভয়ে রীতিমতো কান্নাকাটি করছিলেন তিনি।
রাতেই শ্রীরামপুর থানায় মেল করে গোটা বিষয়টি জানানো হয়। এরপরই বুধবার সকালে শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অপরূপা। তড়িঘড়ি তদন্তে নেমে পুলিশ শেওড়াফুলি থেকে এক ব্যক্তিকে আটক করছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম অম্লান দত্ত। এলাকায় বিজেপি (BJP) কর্মী বলে পরিচিত। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আটক করা ওই ব্যক্তি গত পুরভোটে বৈদ্যাবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন। তবে ঠিক কী কারণে সাংসদকে এই হুমকি মেসেজ তিনি পাঠিয়েছেন, বা আদৌ তিনিই পাঠিয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন: Dilip Ghosh On Mukul Roy | আমরা এসব আবর্জনা চাই না, মুকুল রায়কে নিয়ে মন্তব্য দিলীপের