skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeকলকাতাCalcutta University: টাইমসের উচ্চশিক্ষা সম্পর্কিত তালিকায় সামগ্রিক বৃদ্ধি-উন্নয়নের নিরিখে শীর্ষে কলকাতা বিশ্ববিদ্যালয় 

Calcutta University: টাইমসের উচ্চশিক্ষা সম্পর্কিত তালিকায় সামগ্রিক বৃদ্ধি-উন্নয়নের নিরিখে শীর্ষে কলকাতা বিশ্ববিদ্যালয় 

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে নতুন পালক। টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২২-এ নজরকাড়া স্থান অর্জন করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। সামগ্রিক বৃদ্ধি এবং উন্নয়নের নিরিখে কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতের সমস্ত কেন্দ্রীয় এবং রাজ্য সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউটগুলির মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। সারা বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকার কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম ৩০০-র মধ্যে রয়েছে।

‘ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ’ নামে একটি সাব-ক্যাটাগরিতে ১৪-তম স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। গত বছর ১৮-তম স্থানে ছিল সিইউ। বিশ্ববিদ্যালয়ের অক্লান্ত, ঐক্যবদ্ধ এবং নিবেদিত প্রচেষ্টা এই সাফল্য এসেছে বলে জানিয়েছেন উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই স্বীকৃতি আমাদের অনুপ্রেরণাস্বরূপ। ভবিষ্যতে আরও ভালো করার অঙ্গীকার নিয়ে আমাদের সবাইকে একত্রিত ভাবে কাজ করতে হবে জানান উপাচার্য।

টুইটারে কলকাতা বিশ্ববিদ্যালয়কে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে মমতা লিখেছেন, ‘টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে সামগ্রিক বৃদ্ধি এবং উন্নয়নের নিরিখে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে। এটা অত্যন্ত আনন্দের খবর। ‘ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ’ নামে একটি সাব-ক্যাটাগরিতে ১৪-তম স্থানে রয়েছে সিইউ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আধিকারিক, গবেষক, পড়ুয়া ও শিক্ষাকর্মীদের অভিনন্দন জানাচ্ছি।’

আরও পড়ুনIndian Citizenship: মোদি জমানায় দেশ ছেড়েছেন প্রায় ৯ লক্ষ ভারতীয়, টুইটে তোপ কংগ্রেসের

এর আগে ন্যাশনাল ইন্সটিটউশনাল র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা এনআইআরএফ-এও ভালো ফল করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। এনআইআরএফ ২০২১-এ দেশীয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে চতুর্থ স্থান পেয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। প্রথম স্থান পায় ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু। দ্বিতীয় স্থান পায় জেএনইউ অর্থাৎ জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। তালিকার তৃতীয় স্থান পায় বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়।

RELATED ARTICLES

Most Popular