জয়গাঁ: ফের বিজেপির পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল আলিপুরদুয়ারে। সোমবার ওই জেলার ভুটান সীমান্তবর্তী শহর জয়গাঁর বিভিন্ন স্থানের বিজেপির পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এই অভিযোগে সরব হন বিজেপির নেতৃত্বরা। জয়গাঁর প্রগতি টোলের কাছে গেলে দেখা যাবে গলিতে গলিতে ছিঁড়ে পরে রয়েছে পোস্টার।
বিজেপির অভিযোগ, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে কে বা কারা এই কাজ করছে। বিজেপির এক নম্বর মণ্ডল কমিটির পক্ষ থেকে সভাপতি রাজেশ ছেত্রী জানান, এগুলো যে তৃণমূলের কাজ সেটা সকলেই বুঝতে পারছে। তাই বলে প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে দেবে এটা জাতীয় অপমান। আমরা ধিক্কার জানাচ্ছি।
আরও পড়ুন: দিলীপকে গো ব্যাক স্লোগান, পাল্টা চোর বলে কটাক্ষ বিজেপি প্রার্থীর
এই ঘটনায় তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। শাসক-বিরোধী সংঘর্ষের উত্তাপ প্রতিদিনই বাড়ছে। দু’পক্ষ একে অপরের জমি ছাড়তে নারাজ। কোথায় পোস্টার ছেড়া, কোথাও হাতাহাতি আবার কোথাও একে অপরকে দেখে স্লোগান।
দেখুন আরও অন্যান্য খবর: