Sunday, August 17, 2025
Homeদেশআরব সাগরের তীরে উঠবে নতুন সূর্য, গোয়ায় সরকার বদলের ডাক মমতার

আরব সাগরের তীরে উঠবে নতুন সূর্য, গোয়ায় সরকার বদলের ডাক মমতার

Follow Us :

কলকাতা: ২০২২-এর শুরুতেই গোয়ায় বিধানসভা নির্বাচন। বাংলা জয় করার পর তৃণমূলের পাখির চোখ এখন আরব সাগরের তীরের ছোট্ট এই রাজ্য। মাসখানেক যাবত গোয়ায় সংগঠন বিস্তারে জোর দিয়েছে জোড়াফুল শিবির। তৃণমূলে যোগ দিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী সাত বারের বিধায়ক লুইজিনহো ফালেরিও। সদ্য তাঁকে সর্বভারতীয় সহ-সভাপতিও করেছে তৃণমূল। এ বার গোয়ায় যাচ্ছেন মমতা স্বয়ং।

উত্তরবঙ্গ থেকে সোজা গোয়ার রাজধানী পানাজিতে যাচ্ছেন মমতা। শনিবার সকালে তৃণমূলনেত্রী টুইটে সে কথা জানিয়েছেন। একই সঙ্গে ডাক দিয়েছেন নতুন গোয়া গড়ার। তৃণমূল সুপ্রিমো লিখেছেন, ‘২৮ অক্টোবর প্রথমবারের জন্য গোয়া সফরে যাচ্ছি। বিজেপি এবং তাদের বিভাজনের নীতিকে রুখতে প্রত্যেককে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি। গত ১০ বছরে গোয়ার আমজনতাকে অনেক দুর্ভোগ সইতে হয়েছে।’

আরও পড়ুন: নজরে বিধানসভা, কর্মীদের চাঙ্গা করতে বৃহস্পতিতে গোয়ায় নেত্রী মমতা

একই টুইটে মমতা লিখেছেন, ‘সবাই মিলে একটি নতুন সরকার গড়ে আমরা গোয়ায় নতুন ভোরের সূচনা করব। নতুন সরকার গোয়ার মানুষের চাহিদা বুঝে উন্নয়নের কাজ করবে।’ ইতিমধ্যেই গোয়ায় নানা প্রান্তে ছেয়ে গিয়েছে ‘গোয়াঞ্চি নভি সকাল’ (গোয়ায় নতুন সকাল) লেখা পোস্টার। এখন প্রশ্ন হল জোট গড়তে কাদের আহ্বান জানালেন মমতা। সূত্রের খবর, দুই আঞ্চলিক দল গোয়া ফরওয়ার্ড পার্টি এবং মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তৃণমূল।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দুশেখর রায়, প্রসূণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারি গোয়ায় তৃণমূলের সংগঠনের কাজ করছেন। রাজধানী পানাজিতে তৃণমূল ঝাঁ চকচকে কার্যালয়ও খুলেছে। গোয়ার বেশ কয়েকজন প্রাক্তন ও বর্তমান বিধায়কের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তৃণমূল। তালিকায় সাংস্কৃতিক জগতের নামকরা মানুষজনও রয়েছেন।

আরও পড়ুন: মমতার সফরের আগেই গোয়ায় প্রচারে যাচ্ছেন বাবুল ও সৌগত

মাসখানেক আগেই ভোটকুশলী প্রশান্ত কিশোরের আইপ্যাক সংস্থার ২০০ কর্মী গোয়ায় পৌঁছে গিয়েছেন। ত্রিপুরার মতো এই রাজ্যেও কাজ করছেন পিকের সংস্থার কর্মীরা। সূত্রের খবর, মমতার গোয়া সফর চলাকালীন বেশকিছু বড় মুখ নাম লেখাতে পারেন তৃণমূল কংগ্রেসে। ২০২২ সালের ফেব্রুয়ারি-মার্চ নাগাদ বিধানসভা নির্বাচন হতে পারে গোয়ায়। তার আগে যত দ্রুত সম্ভব ঘর গোছাতে চাইছে তৃণমূল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের আগেই সেখানে জোরদার প্রচার শুরু করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের হয়ে প্রচারে নামছেন বর্ষীয়ান সাংসদ সৌগত রায় এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। ২৫ অক্টোবর পানাজি থেকে শুরু হবে এই প্রচার অভিযান। সৌগত রায় জানিয়েছেন, গোয়ার আঞ্চলিক দলগুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছে। তাই তিনি চান, এই ছোট আঞ্চলিক দলগুলি তৃণমূলের সঙ্গে যৌথভাবে কাজ করুক।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
India-Russia | Trump | বৈঠকে ট্রাম্পকে মাত পুতিনের, রাশিয়ায় অনড় দিল্লি, দেবে ডিভিডেন্ড?
00:00
Video thumbnail
India-Russia | Trump | পুতিনে জ/ব্দ ট্রাম্প, সিদ্ধান্তহীনতায় থমথমে মুখ ট্রাম্পের, আর কী হল?
00:00
Video thumbnail
Uttar Pradesh | UP থেকে বিহার, ৩১৬ বোতল হু/ই/স্কি এসির ডাক্টে পা/চার কাণ্ডে গ্রে/ফতার খোদ রেলকর্মী
00:00
Video thumbnail
Midnapore News | TMC | ফুটবল শহীদ দিবসে ফিরল ল/জ্জার ছবি, গোল দিয়ে গোল, লা/থি রেফারিকে
00:00
Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | SIR-ই কি মোদির 'মিশন ডেমোগ্রাফি' ?
00:00
Video thumbnail
Shubhanshu Shukla | Narendra Modi | দেশে ফিরছেন শুভাংশু শুক্লা, দেখা করতে পারেন প্রধানমন্ত্রীর সঙ্গে
00:57
Video thumbnail
Bangla Bolche | Suman Bhattacharya | প্রধানমন্ত্রী জানলেন কী করে ডেমোগ্রাফি বদলাচ্ছে?
02:22
Video thumbnail
Bangla Bolche | Shamim Ahmed | পপুলার স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা মোদির?
02:49
Video thumbnail
Bangla Bolche | Sandeepa Chakraborty | মোদির 'মিশন ডেমোগ্রাফি' ষ/ড়য/ন্ত্র কার?
02:10
Video thumbnail
Bangla Bolche | Sambit Pal | মোদির 'মিশন ডেমোগ্রাফি' আসলে ইসলামিকোরিয়ার চেষ্টা?
02:27