বসিরহাট: বসিরহাটে ভয়াবহ বিস্ফোরণ। রান্নাঘরে বিস্ফোরণের কারণে শিশু ও মহিলা জখম হয়েছেন। তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ উত্তর ২৪ পরগনার বসিরহাটের পিপা গ্রাম পঞ্চায়েতের রামনগর গ্রামে রবিউল ইসলাম মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। রবিউলের ১১ বছরের ছেলেও ঝকম হয়। সেই সময় এক গৃহবধূ ফুলিয়া খাতুনও উপস্থিত ছিলেন। তিনিও গুরুতর জখম হন। পরিবারের দাবি, গ্যাস সিলিন্ডারের কারণেই বিস্ফোরণ হয়েছে।
আরও পড়ুন:Mayna Incident: বাড়ির কাছেই স্কুল শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিউলের ছেলের হাতে ও মাথায় গুরুতর আঘাত পায়। তাঁকে গুরুতর অবস্থায় বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি ওই মহিলার পায়ের একটি অংশ ক্ষত চিহ্ন হয়েছে। ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ বিশাল পুলিশ বাহিনী গিয়ে এলাকা ঘিরে রাখে। বাড়ির বাকি সদস্যদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে বসিরহাট থানার পুলিশ। গ্রামবাসীদের মতে, বোমা বিস্ফোরণ হয়েছে। তবে পুলিশ নির্দিষ্টভাবে কিছু জানাচ্ছে না। ফরেনসিক দলকে খবর দেওয়া হয়েছে। পুলিশের তরফে ওই বাড়ির রান্নাঘর সিল করে দেওয়া হয়েছে।
তবে কংগ্রেসের দাবি, এটা বোমা বিস্ফোরণ। তদন্ত করা উচিত। জানা গিয়েছে, রবিউল এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। পঞ্চায়েত ভোটের আগে এখানে গন্ডগোল করার চেষ্টা করছে।