কলকাতা: বাজেট অধিবেশনের (West Bengal Assembly Budget Session) শুরুতে বিক্ষোভের জেরে ভাষণ দিতে বাধা পান রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ (Mamata Banerjee) শাসকদলের বিধায়কেরা তাঁকে বারবার ভাষণ শুরুর দাবি করেন৷ কারণ, রাজ্যপালের ভাষণ ছাড়া বিধানসভায় অধিবেশন শুরু হয় না৷ ফলে, বাজেট অধিবেশন শুরু করতে বারবার অনুরোধ করা হয়৷ শেষ পর্যন্ত তাঁর গোটা ভাষণের প্রথম ও শেষ লাইন পড়ে বেলা ৩.২ মিনিট নাগাদ অধিবেশন ছেড়ে বেরিয়ে যান রাজ্যপাল৷ যা নিয়ে রাজ্যপালকে ধন্যবাদ জানিয়েও বিরোধীদের উদ্দেশে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
এ দিন বিজেপি নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়৷ বিধানসভার ওয়েলে নেমে আসেন বিক্ষোভকারী বিজেপি বিধায়কেরা৷ কোনও অনুরোধই তাঁরা শোনেননি।
মুখ্যমন্ত্রী এ দিনের ঘটনাকে ‘নজিরবিহীন’ বলে আখ্যা দিলেও এমন ঘটনা নতুন নয়৷ এর আগেও রাজ্যপালের ভাষণের আগে বিক্ষোভ হয়েছে৷ একাধিকবার ভাষণ দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছেন রাজ্যপাল৷
এ দিন বিজেপি বিধায়কদের বিক্ষোভ পরিকল্পিত চিত্রনাট্য বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। তাঁদের ব্যাখ্যায়, রাজ্য সরকারের তৈরি করা ভাষণলিপি রাজ্যপালকে পড়তে হল না৷ রাজপালকে তাঁর ভাষণে রাজ্য সরকারের উন্নয়নমূলক কথা বলতে হল না৷ শুধুমাত্র সাংবিধানিক নিয়মরক্ষার্তে তাঁর ভাষণের প্রথম ও শেষ লাইন পড়ে অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান৷
যে কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলতে শোনা যায় যে, পরিকল্পিত বিশৃঙ্খলা৷ যদিও তার পরেও মুখ্যমন্ত্রী রাজ্যপালকে ধন্যবাদ জানান৷ কারণ, রাজ্যপাল তাঁর ভাষণের প্রথম ও শেষ লাইন পড়ে অধিবেশন শুরু সুযোগ করে দিয়েছেন৷