কলকাতা: প্রথমবার বাজেট পেশ করে ইতিহাস গড়লেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট প্রস্তাবে তিনি গ্রাম, কৃষি, শিল্প ও কর্মসংস্থানের উপর জোর দিয়েছেন। শ্রম বিভাগের জন্য ১,০৯৪.৯১ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। কোন বিভাগে কত বরাদ্দ-
- বিদ্যালয় শিক্ষা বিভাগ ৩৫,১২৬.১৩ কোটি টাকা
- কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন বিভাগে ১২৮৬.০০ কোটি টাকা
- পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগে ২৫, ১৮১.৮৩ কোটি টাকা
- পরিবহণে ১,৭৮৮.১৪ কোটি টাকা
- পূর্ত বিভাগে ৬,৪১৬.৫৬ কোটি টাকা
- ভূমি ও ভূমিসংস্কার এবং শরণার্থী ত্রাণ ও পুনর্বাসনে ১,৪৬০.১৩ কোটি টাকা
- উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগ ৭৯৭.৪৩ কোটি টাকা
- পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগ ৬৯৩.৫৬ কোটি টাকা
- সুন্দরবন বিষয়ক বিভাগে ৫৮৭.৪৫ কোটি টাকা
আরও পড়ুন: Prashant Kishor-Modi: আসল লড়াই ২৪-এ, মোদিকে চ্যালেঞ্জ পিকের
- উপজাতি উন্নয়ন বিভাগে ১,০৮৯.৭৮ কোটি টাকা
- ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ ও বস্ত্র বিভাগে ১,১৫৯.৯৯ কোটি টাকা
- স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগে ৭২০.৮৪ কোটি টাকা
- জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা ৩৮৭.৪০ কোটি টাকা
- সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ৫০০৪.০৫ কোটি টাকা
- বিচার বিভাগে ১,২০৮.৭৯ কোটি টাকা
- পর্যটনে ৪৬৭.৯৫ কোটি টাকা