skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeCurrent NewsWorld Bank: সমাজ কল্যাণ প্রকল্পে বাংলাকে হাজার কোটি ঋণ বিশ্বব্যাঙ্কের

World Bank: সমাজ কল্যাণ প্রকল্পে বাংলাকে হাজার কোটি ঋণ বিশ্বব্যাঙ্কের

Follow Us :

কলকাতা: রাজ্যের পিছিয়ে পড়া, দুর্বল শ্রেণির ক্ষমতায়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারকে (West Bengal Govt.) ১২৫ মিলিয়ন ডলার বা হাজার কোটি টাকা ঋণ অনুমোদন দিল বিশ্বব্যাঙ্ক(World Bank)। বিশ্বব্যাঙ্কের তরফে জানানো হয়েছে “নারীর ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক সামাজিক সুরক্ষা কর্মসূচির” জন্য অর্থায়ন করতে চায় তারা। যে অর্থ ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘স্বাস্থ্য সাথী’, ‘বিধবা ভাতা’ এবং ‘বার্ধক্য ভাতা’-র মতো রাজ্য সরকারের চালু করা সমাজ কল্যাণমূলক প্রকল্পগুলিকে সাহায্য করবে। দুর্বল গোষ্ঠীকে সাহায্য করাই এই প্রকল্পের মূল লক্ষ্য হতে চলেছে৷

অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই ঋণ বাংলার সমাজকল্যাণমূলক  প্রকল্পগুলিকে উৎসাহ জোগাবে। করোনা মহামারি পরিস্থিতিতে দেশ যখন অর্থনৈতিক মন্দায় ভুগছে, তখন মোটা অঙ্কের ঋণ রাজ্য সরকারকে তার সমাজকল্যাণ প্রকল্পগুলিকে আরও কার্যকরভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

সূত্রের দাবি, এই ঋণের মাধ্যমে বিধবা এবং তফসিলি জাতি-উপজাতিদের জন্যও আলাদা ভাবনা রয়েছে। রাজ্য স্তরে ইউনিফাইড ডেলিভারি সিস্টেমের জন্য পলিসি ফ্রেমওয়ার্ক এবং টুলস তৈরিতেও সাহায্য করবে। সামাজিক সুরক্ষা বিতরণ ব্যবস্থাকে আরও উন্নত করতেও ব্যবহার করা যাবে এই অর্থ। ইত্যাদি বিষয়ে কতটা অগ্রগতি হচ্ছে, তা খতিয়ে দেখবে ডিএলআই।

বিশ্ব ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার ৪০০-র বেশি প্রকল্প পরিচালনা করে৷ যা ‘জয় বাংলা’ নামক একছাতার নীচে পরিচালনা করা হয়৷ যার মাধ্যমে সামাজিক সুরক্ষা মূলক প্রকল্প, চাকরি, দুর্যোগ-প্রবণ অঞ্চলের মানুষের উপকারের জন্য একাধিক প্রকল্পের কথাও উল্লেখ করা করেছে৷ অনন্য ‘দুয়ারে সরকার’ কর্মসূচি সুবিধাভোগীদের উন্নত ও দ্রুত শনাক্তকরণ নিশ্চিত করতে সক্ষম হয়েছে, নাগরিকদের দোরগোড়ায় সেবা প্রদান এবং বেনিফিট ডেলিভারি পর্যবেক্ষণ করা এই বিশ্ব ব্যাঙ্কের সহায়তায় সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীনে গতি পাবে।

আরও পড়ুন-মুম্বইয়ে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা সাহায্য ঘোষণা কেন্দ্রের

“পশ্চিমবঙ্গ বিল্ডিং স্টেট ক্যাপাবিলিটি ফর ইনক্লুসিভ সোশ্যাল প্রোটেকশন” অপারেশনের অধীনে এই ঋণ রাজ্যের দরিদ্র এবং দুর্বল গোষ্ঠীগুলির জন্য সামাজিক সহায়তা এবং লক্ষ্যযুক্ত পরিষেবাগুলিতে কভারেজ এবং অ্যাক্সেস প্রসারিত করার ক্ষমতাকে শক্তিশালী করবে। এই বিশ্ব ব্যাঙ্কের-র সাহায্যপ্রাপ্ত প্রোগ্রামটি নাগরিকদের জন্য সামাজিক সুরক্ষা পরিষেবাগুলি পেতে উন্নত ও সহজে অ্যাক্সেসে রাজ্যকে সাহায্য করবে৷ টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা সহায়তা, বয়স্ক এবং ভিন্নভাবে সক্ষমদের জন্য উন্নত সহায়তা, ডিজিটাল পেমেন্ট সহ একাধিক প্রকল্পে মানুষ আরও উপকৃত হবে৷

RELATED ARTICLES

Most Popular