হলদিয়ায় (Haldia) ঠিকাদার রাজ চলবে না, শুক্রবার শিল্প শহরে এক্সাইড ব্যাটারি কারখানার গেটের সামনে আয়োজিত শ্রমিক সভা থেকে হুঁশিয়ারি (Warning) দিয়েছেন তৃণমূল নেতা (TMC Leader) কুণাল ঘোষ (Kunal Ghosh) এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) হলদিয়ায় এসে সরাসরি হুমকি দিয়ে গিয়েছিলেন, হয় তৃণমূল করতে হবে, আর নাহলে ঠিকদারি। সেই কথা স্মরণ করিয়ে দিয়ে কুণাল বলেন, “সংস্থার ১৩ জন শ্রমিককে কাজ থেকে বাতিল করে দেওয়া হয়েছিল। তৃণমূল শ্রমিক সংগঠন লড়াই করে তাঁদের প্রাপ্য ফিরিয়ে দিয়েছে। শ্রমিকদের পাশে থেকে তৃণমূল শ্রমিক ইউনিয়ন আইএনটিটিইউসি লড়াই করে যাবে।” সামনে হলদিয়া পুরসভার ভোট রয়েছে। কুণালের দাবি, ২৯টি আসনই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত তুলে দিয়ে তাঁরা শ্রমিক উন্নয়ন ঘটাবেন।
অন্যদিকে, হলদিয়া এক্সাইড ব্যাটারি (Exide Battery) কারখানা কর্তৃপক্ষের উদ্দেশে আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা, “সভায় শ্রমিকরা এলে তাঁদের সাতদিনের জন্য শোকজ করা হবে। সাতদিনের শোকজ নয়, সাতদিনের মধ্যে কারখানা কর্তৃপক্ষ ফলাফল পাবে। রাতের অন্ধকারে যে সিওডি হয়েছে, তা আমরা মানি না। আগামীদিনে নতুন সিওডি হবে, সরকার ও প্রশাসনের নজরদারিতে চাকরি হবে।”
আরও পড়ুন: SSC: এসএসসির আন্দোলনের ৬০০ দিন, মঞ্চে দফায় দফায় বিরোধী নেতারা
কুণাল ও ঋতব্রতের পাশাপাশি এদিন সভায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি’র সভাপতি শিবনাথ সরকার, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর সহ অন্যান্যরা।
উল্লেখ্য, হলদিয়াতে ঠিকাদার রাজের জেরে শ্রমিকরা নানাভাবে সমস্যায় পড়েন। বারবার অভিযোগ উঠেছে, ঠিকাদাররা সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ রেখে শ্রমিকদের প্রাপ্য থেকে বঞ্চিত করে। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় হলদিয়ায় শ্রমিক সমাবেশ করে শ্রমিকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে যান। সেই মতো ত্রিপাক্ষিক চুক্তির ( মালিক, শ্রমিক ও শ্রমিক ইউনিয়ন) মাধ্যমে সিওডি করা হচ্ছে। ইতিমধ্যেই ১৮টির মধ্যে ১১টি ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে সিওডি যুক্ত হয়েছে।