কলকাতা: ফুরফুরার পীরজাদা সাফারি সিদ্দিকীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার (Saokat Molla) বিরুদ্ধে জাঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সাফারি সিদ্দিকী (Safari Siddiqui)। তিনি জানান, গত রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ শওকত তাঁকে হোয়াটসঅ্যাপে কল করে খুনের হুমকি দেন। শওকত নাকি বলেছেন ভাঙড়, ক্যানিং,ভরতপুর-সহ দুই ২৪ পরগনার যেখানেই সে সাফারীকে দেখতে পাবে, সেখান থেকে তুলে নিয়ে গিয়ে খুন করবে। এমনকী, শওকত ছাড়াও নাকি একাধিক নম্বর থেকে ফোন করে সাফারীকে হুমকি দেওয়া হয়েছে বলেই অভিযোগ করেন তিনি।
গত ১২ ফেব্রুয়ারী রাতে ফুরফুরা দরবার সরিফে ইজারত করতে গিয়ে বিক্ষোভের মুখে পরেন শওকত মোল্লা। বড় হুজুরের মাজার থেকে ছোট হুজুরের মাজারে যাওয়ার সময় এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। সেসময় হঠাৎ করেই চোর চোর স্লোগান দেন স্থানীয়দের একাংশ। কেন তৃণমূল বিধায়ককে ঘিরে চোর স্লোগান উঠল? তা নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও শওকত মোল্লার বক্তব্য, আইএসএফ সমর্থকরা এই স্লোগান দিয়েছেন।
আরও পড়ুন: Weather Update | আজ থেকেই নামবে বৃষ্টি! কী বলছে হাওয়া অফিস ?
এদিকে, সাফেরি থানায় জানিয়েছেন, পরশু রাতে সাড়ে ১১ টার সময় শওকত মোল্লা তাঁকে হোয়াটসঅ্যাপে ফোন করেছিলেন। ফোন করে তিনি নাকি বলেন, তুই যে কাজ করেছিস তাতে আমাকে অপমান করেছিস। ভাঙ্গরে, কানিংয়ে আসবি না। তোকে যেখানেই পাবো তুলে নিয়ে গিয়ে খুন করব। এছাড়াও তাঁর দাদুকে এবং কাকাকেও অপমান করেছে বলেও জানান তিনি। আর সেই কারণেই সাফেরি স্পষ্ট জানিয়ে দেয় তার ফুরফুরার পবিত্র মাজারে ইজারত করার অধিকার নেই। এ ঘটনার পর সাফেরি আরও বলেন, তাঁকে যেভাবে ফোন করে হুমকি দেওয়া হয়েছে এরপর তাঁর উপর আক্রমনও হতে পারে। এঁরা যা খুশি করতে পারে। সেই কারণেই তিনি পুলিশের দ্বারস্ত হয়েছেন। এমনকী ওই নম্বরও তিনি থানায় দিয়েছেন।