Sunday, August 3, 2025
HomeরাজনীতিMamata Banerjee | BSF | কালিয়াগঞ্জে গুলিকে চালাল, প্রশাসনিক বৈঠকে প্রশ্ন...

Mamata Banerjee | BSF | কালিয়াগঞ্জে গুলিকে চালাল, প্রশাসনিক বৈঠকে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

Follow Us :

মালদহ: কালিয়াগঞ্জে মৃত্যুঞ্জয় বর্মনের উপর গুলিটা কে চালাল, প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee )। তাঁর ইঙ্গিত বিএসএফের (BSF) দিকেও। বৃহস্পতিবার মালদহের প্রশাসনিক বৈঠকে এ ব্যাপারে পুলিশের কাছে কোনও তথ্য আছে কি না, তাও জানতে চান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, শুনেছি ওই গ্রাম নাকি বিএসএফ নিয়ন্ত্রণ করে। এই কারণেই তদন্ত হওয়া উচিত। গুলিটা কোথা থেকে চলল, কে চালাল, সবটাই দেখা উচিত।
এদিনের প্রশাসনিক বৈঠকে কালিয়াগঞ্জের (Kaliyaganj) ঘটনাক্রম নিয়ে পুলিশেরও সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, একটা ঘটনা ঘটার পর একজন পুলিশ কনস্টেবল গিয়ে দুঘণ্টা বসে রইল। কেন ওসি ঘটনাস্থলে গেলেন না? পুলিশকেও সক্রিয় হতে হবে। রিঅ্যাক্ট করতে হবে। পুলিশ ভুল করলে বলতে হবে, হ্যাঁ, আমি ভুল করেছি।

প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী এদিন বিএসএফকেই (BSF)  নিশানা করেন। পুলিশ ও প্রশাসনের কর্তাদের প্রতি মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, বিএসএফ বাড়াবাড়ি করলে কড়া ব্যবস্থা নিন। দরকার হলে এফআইআর করুন। তিনি বলেন, মাথায় রাখবেন, আপনারা রাজ্য সরকারের কর্মচারী, আপনারা পাওয়ারফুল। এখানে কেন্দ্র পাওয়ারফুল নয়। আপনার এলাকায় ঢুকে বিএসএফ গোলমাল করলে ব্যবস্থা নেবেন সঙ্গে সঙ্গে। বিএসএফের অত্যাচার আমি বরদাস্ত করব না। এখন ওরা অনেক জায়গায় ৫০ কিমি ভিতরে ঢুকে গ্রামবাসীদের উপর অত্যাচার চালাচ্ছে। অনেকে মারাও যাচ্ছে।

আরও পড়ুন:Kailash Vijayvargiya । ধর্ষণ মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা কৈলাস বিজয়বর্গীয়দের  

গত বছর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ঘোষণা করে, এখন থেকে বিএসএফ ৫০ কিমি পর্যন্ত ভিতরে ঢুকতে পারবে। আগে এই পরিধি ছিল ২৫ কিমি। রাজ্যের তৃণমূল সরকার কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ করে। মুখ্যমন্ত্রী কেন্দ্রকে এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে চিঠিও দেন। গত কয়েক মাসের মধ্যেই উত্তরবঙ্গেই বিএসএফের গুলিতে দুতিনটি মৃত্যুর ঘটনা ঘটেছে। তা নিয়ে তৃণমূল বিএসএফ এবং কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রণম করে। জনসংযোগ যাত্রায় নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারে বিএসএফের গুলিতে নিহত দুজনের বাড়িতেও যান। জনসভার মঞ্চে দুই নিহতের পরিবারের সদস্যরা হাজির ছিলেন।

মুখ্যমন্ত্রী এদিন বিএসএফের বিরুদ্ধে তৃণমূলকেও জোরদার সংগঠন গড়ে তোলার আহ্বান জানায়। মুখ্যমন্ত্রী এদিনের বক্তব্য ঘিরে আলোড়ন পড়েছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, পুলিশ গুলি চালিয়েছে বলে সবাই দেখেছে। অথচ মুখ্যমন্ত্রী বলছেন, গুলি টা কে চালাল। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, বিএসএফকে দায়ী করে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী পুলিশের দায়ে এড়িয়ে যেতে পারেন না। প্রথম থেকে কালিয়াগঞ্জের ঘটনা সামাল দিতে পুলিশ শোচনীয় ভাবে ব্যর্থ হয়েছে। তার জন্যই সেখানকার পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছিল।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39