বীরভূম : প্রধান বিরোধী দল হিসেবে কাউকেও দেখতে পাচ্ছেন না বীরভূমের ‘বাদশা’ অনুব্রত মণ্ডল (Anubrata mandal)। এদিন নাম না করেই বিরোধীদের ছাগল-ভেড়ার দল বলে কটাক্ষ করেন তিনি ।
১০৮ পুরসভার ভোট চলছে (WB Municipal Election 2022) । রবিবার নিজের কেন্দ্রে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে বাইকে করে ভোট দিতে যান অনুব্রত। ভোট দেওয়ার পরেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বলেন, “নির্বাচন কমিশন (State Election Commission) খুব ভাল কাজ করছে। কোনও রকম অশান্তি ছাড়াই সব জায়গায় কড়াকড়ি ভাবে ভোট হচ্ছে । বিরোধীরা ভোট কেন্দ্রে যে অশান্তির অভিযোগ করছে তা মিথ্যে।” এর পরই কেষ্টর চ্যালেঞ্জ, অশান্তির কোনও ফুটেজ দেখাতে পারলে ভোট আমি বন্ধ করে দেব।
এ ছাড়াও এদিন বিরোধী প্রসঙ্গ উঠলে অনুব্রত বলেন, ‘সবাই প্রার্থী দিয়েছে। বিজেপি (BJP) দিতে পারেনি। আসলে বিধানসভা-লোকসভা ভোটের পর বিজেপি গুটিয়ে গিয়েছে।’ বহরমপুরের ভোট সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি কংগ্রেসের নাম না করে বলেন, যে দলটার কোনও অস্তিত্ব নেই। সেই দলকে জেতানোর জন্যে বহরমপুরে ভোট করাচ্ছেন অধীর।’
আরও পড়ুন- Sukanta Majumdar: পুলিস-কমিশনের সঙ্গে বিতণ্ডা সুকান্তের, বহিরাগতদের থাপ্পড় মারার নিদান
ভোট দিয়ে জেতার ব্যাপারে সম্পূর্ণ আত্মবিশ্বাসী অনুব্রত বলেন, ১০৮টা পুরসভায় ১০৮টাই জিতবে তৃণমূল (TMC)। কারণ বিরোধীদের কোনও অস্তিত্ব নেই।