Placeholder canvas

Placeholder canvas
HomeScrollWest Bengal Civic Polls 2022: দক্ষিণ ২৪ পরগনায় সন্ত্রাসের অভিযোগ বিরোধীদের, অস্বীকার...

West Bengal Civic Polls 2022: দক্ষিণ ২৪ পরগনায় সন্ত্রাসের অভিযোগ বিরোধীদের, অস্বীকার তৃণমূলের

Follow Us :

কলকাতা ওয়েব ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার একাধিক পুরসভায় শাসকদল (WB Civic Polls) সকাল থেকে গুন্ডাবাজি করছে বলে অভিযোগ বিরোধীদের। জয়নগর মজিলপুর এবং ডায়মন্ড হারবার পুরসভার বহু বুথে এজেন্টদের বসতে পর্যন্ত দেওয়া হয়নি, এমন অভিযোগে সরব হয়েছে সিপিএম (CPM On Election Commission)। জয়নগর ও কুলতলির বিধায়কের নেতৃত্বে সশস্ত্র গুন্ডাদের দিয়ে গোটা জয়নগর শহর অবরুদ্ধ করার অভিযোগ এনে রাজ্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন বামেরা (Samik Lahiri)। তবে বিরোধীদের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।

রবিবার সকাল থেকেই ১০৮ পুরসভার ভোটগ্রহণ পর্ব চলছে রাজ্যে। বিভিন্ন জেলায় ব্যাপক অশান্তির অভিযোগ উঠেছে। সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক শমীক লাহিড়ী কমিশনকে চিঠি লিখে জানান, একাধিক পুরসভায় নিরপেক্ষভাবে ভোট হচ্ছে না। বহু বুথে ভোট শুরু হওয়ার আগেই ছাপ্পা ভোট শুরু হয়ে যায় বলে কমিশনকে জানিয়েছে সিপিএম।

কমিশনকে লেখা চিঠিতে সিপিএম নেতার আরও অভিযোগ, ডায়মন্ড হারবার পুরসভার ১, ৩, ৪, ৬, ৯, ১১ নম্বর ওয়ার্ডের একাধিক বুথ সকালেই শাসকদল দখল করে ফেলেছে। সেগুলিতে ছাপ্পা ভোট চলেছে অবাধে।

মহেশতলা পুরসভার ১, ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ডের সমস্ত বুথ দখল করে বিরোধীদের সব পোলিং এজেন্ট, এমনকী প্রার্থীদের পর্যন্ত বের করে দেওয়া হয়েছে। পুলিস নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে অভেযোগ সিপিএমের।

আরও পড়ুন: West Bengal Civic Polls: নির্দল প্রার্থীর শাড়ি ধরে টান, ইট-লাঠিচার্জ, ‘প্রহসনের’ ভোটে অবরোধে বিরোধীরা

অন্যদিকে, জয়নগর মজিলপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও ১১ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সুজিত সরখেল ও তাঁর নির্বাচনী এজেন্টকে পুলিসি মদতে বুথ থেকে বের করে দেওয়া হয়। সুজিতের অভিযোগ, তৃণমূলের সাদা গেঞ্জি পরা গুন্ডাবাহিনী তাঁকে এবং পোলিং এজেন্টকে ব্যাপক মারধর করে। জেলার তৃণমূল নেতৃত্ব অবশ্য সমস্ত অভিযোগই অস্বীকার করেছে।

বিরোধীদের অভিযোগ প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, সকাল থেকে সর্বত্রই শান্তিপূর্ণভাবেই ভোট চলছে। কোথাও সন্ত্রাস, হুমকি, বুথ দখল কিছুই হয়নি। কিছু সংবাদমাধ্যম অযথা উত্তেজনা ছড়াচ্ছে।

RELATED ARTICLES

Most Popular