মুম্বই: জল্পনা চলছিল অনেকদিন ধরেই। তবে রিপোর্ট অনুযায়ী রাহুল দ্রাবিড়ের পর টিম ইন্ডিয়ার হেড কোচ হচ্ছেন গৌতম গম্ভীরই (Gautam Gambhir)। শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। আর গৌতম গম্ভীরের সঙ্গে ভারতীয় বোর্ড ২০২৭ সাল পর্যন্ত চুক্তি করেছে।
জানা গিয়েছে, কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান ১০ বছরের জন্য গৌতম গম্ভীরকে কেকেআর-এর মেন্টরের জন্য চুক্তি করেছিলেন। এলএসজিকে ধারাবাহিক ভাবে প্লে-অফে তোলার পরে, যখন গম্ভীর প্রথম ফ্র্যাঞ্চাইজি ছাড়ার কথা ভাবছিলেন, তখন শাহরুখ প্লটে ঢোকেন। গত বছর গম্ভীরকে নিজের বাড়ি ‘মান্নাত’-এ আমন্ত্রণ জানিয়েছিলেন শাহরুখ এবং দু’জনে ঘণ্টার পর ঘণ্টা কথা বলেছিলেন। সেখানেই গম্ভীরকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলেন এসআরকে এবং বিনিময়ে তাঁকে ১০ বছরের জন্য কেকেআর পরিবারের অংশ করতে চেয়েছিলেন।
সেইমতো ভারতীয় দলের কোচের জন্য এই একটি বিষয় আটকে ছিল জানা যায়। পরে শাহরুখ খান মন্নতে বৈঠকের পর গৌতম গম্ভীরকে দেশের জন্য ছেড়ে দিতে রাজি হন। তারপরই গম্ভীর যে ভারতীয় দলের হেড কোচ হচ্ছেন সেই বিষয়টিতে শিলমোহর পড়ে। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা বাকি।