রাশিফল: শাস্ত্র মতে, মঙ্গলবার দিনটিকে ভগবান হনুমানের দিন বলে মনে করা হয়। এইদিন নিয়ম-নিষ্ঠার সঙ্গে শ্রী হনুমানের পুজো করলে সকল সংকট থেকে মুক্তি পাওয়া যায়। আজ ২৮ মে ২০২৪ মঙ্গলবার, পঞ্জিকা অনুযায়ী জৈষ্ঠ্যা কৃষ্ণা পঞ্চমী। আজই পালিত হবে ২০২৪ সালের প্রথম বড় মঙ্গলবার। এই মঙ্গলবারে গঠিত হবে ব্রহ্মা যোগ ও ঐন্দ্র যোগ। এছাড়া থাকবে উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রভাব। এইসবের ফলে জীবনে আসবে সুখ-সৌভাগ্য এই ৫ রাশির জাতকের (Horoscope)-
মেষ রাশি: ব্রহ্মা যোগের শুভ প্রভাবে সমাজে খ্যাতি বাড়বে। মানসিক চাপ মুক্ত হয়ে আজকের দিনটা খুব ভালো কাটবে। নিজের কোনও লক্ষ্য পূরণ করতে পারবেন। আচমকা কিছু টাকা পেতে পারে ন। ব্যবসায়ীকদের জন্য খুব ভালো দিন।
সিংহ রাশি: আজ উত্তরাষাঢ়া নক্ষত্রে বজরংবলীর আশীর্বাদ বর্ষিত হবে সিংহ রাশির জাতকদের উপর। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠান হতে পারে। যেকোনও সিদ্ধান্ত মাথা ঠান্ডা করে নিন। কর্মক্ষেত্রে লাভবান হবেন। আর্থিক ভাবে লাভবান হওয়ার সুযোগ আসবে।
ধনু রাশি: বড় মঙ্গলবারে বজরংবলীর আশীর্বাদ লাভ করবেন ধনু রাশির জাতকরা। নানা দিক থেকে আনন্দ আপনার জীবনে আসবে। বাড়ি বা গাড়ি কেনার দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হতে পারে ধনুর জাতকদের। পেশাগত জীবনে পজিটিভ ফল পাবেন। ভালো কোনও চাকরির প্রস্তাব পেতে পারেন।
আরও পড়ুন: মঙ্গলবার মেনে চলুন এই নিয়মগুলি, সমৃদ্ধি আসবে
তুলা রাশি: ঐন্দ্র যোগের প্রভাবে ধন লাভের সুযোগ আসবে। আর্থিক পরিস্থিতিতে উন্নতি হবে। কর্মক্ষেত্রে প্রচুর সাফল্য লাভ করতে পারবেন। পরিবারের সঙ্গে হই-হুল্লোড় করে সময় কাটাতে পারবেন।
মীন রাশি: ব্রহ্ম যোগের প্রভাবে ভাগ্য খুলবে মীন রাশির জাতকদের। বজরংবলীর কৃপায় শত্রুদের ষড়যন্ত্র থেকে মুক্তি পাবেন। কোনও সম্পত্তির লেনদেন করতে চাইলে আজকের দিনটি শুভ। জীবনসঙ্গীকে পাশে পাবেন। অবিবাহিতদের বিয়ের কথা এগোতে পারে।
আরও খবর দেখুন