জ্যোতিষশাস্ত্র: ভগবান হনুমানকে সঙ্কটমোচন বলা হয়। মঙ্গলবার দিনটিকে ভগবান হনুমানের দিন বলে মনে করা হয়। এইদিন নিয়ম-নিষ্ঠার সঙ্গে শ্রী হনুমানের পুজো করলে সকল সংকট থেকে মুক্তি পাওয়া যাবে। এদিন মেনে চলুন এইসব মিয়মগুলো, মঙ্গল হবে। আসবে আর্থিক সমৃদ্ধি (Astrology Tricks)।
মঙ্গলবার সকালে স্নান সেরে হনুমানজীর (Lord Hanuman) দর্শন করুন। নারকেলের ওপর সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। এই নারকেল হনুমানকে অর্পণ করুন। প্রতিমঙ্গলবার এই টোটকা মেন চললে জীবনের বিভিন্ন বাধা কেটে যাবে। প্রতি মঙ্গলবার তুলসি পাতার (Tulsi Leaves) মালা দিয়ে হনুমানের পুজো করুন। তুলসি মালায় হনুমানজী খুশি হন। এতে আপনি ভগবানের কৃপা পাবেন।
আরও পড়ুন: জানুয়ারিতেই ছন্দপতন, সাবধানে থাকুন ৪ রাশি
মানসিক শান্তি ও মনের জোর বাড়াতে সকালে হনুমান চাল্লিশা পাঠ করুন। প্রতি মঙ্গল ও শনিবার সকালে স্নান সেরে পরিষ্কার পোশাক পরে ভগবান হনুমানের পুজো করুন। নিষ্ঠার সঙ্গে পাঠ করুন হনুমান চাল্লিশা। কাজে সিদ্ধিলাভ করবেন। প্রতিমঙ্গলবার সকালে লাল জবা, সিঁদুর আর মিষ্টি দিয়ে হনুমানজীর পুজো করুন। কেটে যাবে শারীরিক রোগ-ব্যাধি-জটিলতা।
(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনটি বিশ্বাস এবং জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত একাধিক বই ও তথ্যের উপর ভিত্তি করে তৈরি। কলকাতা টিভি ডিজিটাল কোনও রকমের কু-সংস্কারে বিশ্বাস করেনা কিংবা কোনও ব্যক্তির ভাবাবেগে আঘাত আনতে চায়না। উপরিউল্লিখিত বিভিন্ন প্রয়োগের ভালো-মন্দ কোনও প্রভাবের জন্য কলকাতা টিভি ডিজিটাল টিম দায়বদ্ধ নয়। কোনও তথ্য বিশ্বাস বা প্রয়োগের করার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
আরও খবর দেখুন