Placeholder canvas

Placeholder canvas
HomeScrollস্কুলে বেত খেয়েছিলাম: প্রধান বিচারপতি
D Y Chandrachud

স্কুলে বেত খেয়েছিলাম: প্রধান বিচারপতি

তাঁকে হাতের চেটোয় বেত মারা হয়েছিল

Follow Us :

কাঠমান্ডু: ছেলেবেলার স্মৃতি শ্রোতাদের সামনে তুলে ধরলেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (D Y Chandrachud)। তিনি বলেন, আমি কখনও স্কুলের একটি দিনের কথা ভুলব না। দৈহিক শাস্তির কথা বলতে গিয়ে অতীতের স্মৃতিচারণ করেন তিনি। পঞ্চম শ্রেণিতে পড়ার সময়কার স্মৃতি তুলে ধরেন। তিনি বলেন, মন থেকে সেই দাগ এখনও মুছে ফেলতে পারেননি তিনি।

রবিবার কাঠমান্ডুতে একটি সম্মেলনে বিচারপতি চন্দ্রচূড় বলেন, আপনি শিশুদের সঙ্গে যেমন আচরণই করুন তা তাদের মনে গভীর প্রভাব ফেলে। বিশেষ ঘটনার কথায় তিনি বলেন, আমি কখনও একটি দিনের কথা ভুলব না। পঞ্চম শ্রেণিতে আমাকে বেত দিয়ে মারা হয়েছিল। তিনি জানিয়েছেন, স্কুলে তাঁকে সেলাই সংক্রান্ত কাজ শেখানো হয়েছিল। নির্দিষ্ট ক্লাসের দিনই তিনি সঠিক মাপের সূচ নিয়ে যেতে ভুলে গিয়েছিলেন। সেই সময় তাঁকে হাতের চেটোয় বেত মারা হয়েছিল।

আরও পড়ুন: হোয়াইট হাউসের গেটে ধাক্কা গাড়ির

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular