আঙ্কারা: তাঁর রূপ দেখে মোহিত হতেন না এমন কেউ নেই। তিনি পরিচিত ছিলেন বাইকার হিসেবে। দেশ, বিদেশ বাইকে ঘুরে তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) আপলোড করতেন। সেই সব ভিডিও মন জয় করে নিত আপামর নেট নাগরিকদের। আর সেখান থেকে কোটি কোটি টাকা আয় করতেন তিনি। রাশিয়ার সবচেয়ে সুন্দরী মহিলাদের অন্যতম সেই তাতায়ানা (Tatyana Ozolina) আর নেই। বাইক চালাতে গিয়েই তুরস্কে (Turkey) দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।
দুই সঙ্গীকে নিয়ে তুরস্ক গিয়েছিলেন। ট্রাকের ধাক্কায় মৃত্যু ৩৪ বছরের তাতায়ানা ওজোলিনা। প্রিয় বিএমডব্লিউ বাইকে চড়ে তুরস্কে বেড়াতে গিয়েছিলেন রাশিয়ার এই সুন্দরী। ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হল তাঁর। ইউটিউবে তাতায়ানার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ২০ লক্ষেরও বেশি। ইনস্টাগ্রামেও ফলোয়ারের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়েছিল। মোটরসাইকেল অ্যাডভেঞ্চারের জন্য বিশ্বব্যাপী পরিচিত ছিলেন তিনি। শেষ ইনস্টাগ্রাম পোস্টে তাতায়ানা জানিয়েছিলেন, তাঁকে ইউরোপে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। এরপরেই তুরস্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিনি লিখেছিলেন, আমি সুন্দর, ঊষ্ণ, অতিথিপরায়ণ তুরস্ককে জয় করতে যাচ্ছি। জানা গিয়েছে, বাইকারদের অন্য একটি গ্রুপের কারণে হঠাৎ ব্রেক কষতে হয় তাতায়ানাকে। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় তাঁর।
আরও পড়ুন: রেশন কার্ডে নাম, ঠিকানা পরিবর্তন এবার বাড়িতে বসেই
আরও খবর দেখুন