কলকাতা: গ্যারেথ সাউথগেটের (Gareth Southgate) আমলে দুটো বিশ্বকাপ এবং দুটো ইউরো কাপ খেলে ফেলল ইংল্যান্ড (England)। বিশ্বকাপে একবার সেমিফাইনাল একবার কোয়ার্টার ফাইনাল এবং ইউরোতে দু’বার ফাইনালে উঠেছে তারা। এই পরিসংখ্যান সাফল্যের শোনালেও ইংল্যান্ডের যা দল তাতে কোনও ট্রফি না জেতা ব্যর্থতাই। এই ইউরো ফাইনালে স্পেনের (Spain) কাছে যেভাবে আত্মসমর্পণ করেছেন হ্যারি কেনরা, তাতে সাউথগেটের চাকরি নিয়ে ফের প্রশ্ন উঠছে।
ইউরো শুরুর আগে সাউথগেট বলেছিলেন, ট্রফি না জিতলে তিনি নিজেই কোচ পদ থেকে সরে যাবেন। ফাইনালের পরে তিনি জানালেন, চটজলদি কোনও সিদ্ধান্ত নেবেন না। ইংলিশ কোচ বলেন, “আমি বুঝতে পারছি এখন এই প্রশ্ন উঠবে। তবে এখন এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার সেরা সময় নয়। সঠিক এবং গুরুত্বপূর্ণ লোকজনের সঙ্গে কথা বলতে হবে। অবশ্যই এ নিয়ে প্রকাশ্যে আলোচনা করব না।” প্রসঙ্গত, এই বছর পর্যন্তই চুক্তি রয়েছে সাউথগেটের।
আরও পড়ুন: যন্ত্রণা থেকে উচ্ছ্বাস, মেসির চোখের জল মুছে দিলেন মার্তিনেজ
অন্যতম ফেভারিট হিসেবে ইউরো খেলতে এসেছিল ইংল্যান্ড। দলে তারকা এবং প্রতিভার ছড়াছড়ি, অথচ খেলায় তার কোনও ছাপই ছিল না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাউথগেটের দিকে উড়ে এসেছিল বিয়ারর কাপ, সমর্থকরা তুমুল বিষোদগার করেছিলেন। সেখান থেকে কিছুটা ভাগ্য এবং কিছুটা ব্যক্তিগত নৈপুণ্যে ভর করে ফাইনালে ওঠে ইংল্যান্ড। কিন্তু ফাইনালে স্পেনের আক্রমণাত্মক ফুটবল সাউথগেটের দলের কঙ্কাল বের করে দেয়।
ম্যাচের পরে সাউথগেট স্বীকার করেন, হ্যারি কেন (Harry Kane) ১০০ শতাংশ ফিট ছিলেন না। ম্যাচে তাঁকে চোখে দেখা যায়নি। প্রশ্ন উঠছে, তাহলে অলি ওয়াটকিন্স, আইভান টোনির মতো খেলোয়াড় থাকা সত্ত্বেও কেনকে খেলানো হল কেন? শুধু তিনি তারকা বলে? তাছাড়া ফিল ফোডেন, বুকায়ো সাকার মতো প্রতিভাদের ঠিকমতো ব্যবহার করতে পারেননি সাউথগেট। এই সবকিছু নিশ্চয়ই মাথায় রাখবে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন।
দেখুন অন্য খবর: