কলকাতা: আম্বানিদের হাইবাজেট জাঁকজমকপূর্ণ বিয়ের মঙ্গল অনুষ্ঠানে হাজির ছিলেন টলিপাড়ার একঝাঁক সেলেব। যশ-নুসরত, রুক্মিনী (Rukmini Maitra) থেকে শাশ্বত (Saswata Chatterjee), রাইমা সেন (Raima Sen) ও রিয়া সেনকেও (Riya Sen) দেখা গেল ‘মঙ্গল উৎসব’-এ। মা মুনমুন সেনের শাড়িতে অন্তত-রাধিকার রিসেপশনে হাজির ছিলেন রাইমা। বাঙালিয়ানাকেই বেছে নিয়েছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।
মুম্বইয়ে আম্বানির বাড়ি অ্যান্টিলায় অনন্ত-রাধিকার (Anant Ambani Wedding) জমকালো বিয়ের রিসেপশনের একেবারে সাদামাঠা ভাবেই সেজে উঠলেন অভিনেত্রী রাইমা সেন। মায়ের শাড়ি পরেই অনুষ্ঠানে দ্যুতি ছাড়ালেন অভিনেত্রী। তাঁত বেনারসিতে বাংলার ঐতিহ্য তুলে ধরলেন রাইমা। সঙ্গে গলা ভর্তি নেকপিস। খোঁপা করে চুল বেঁধে তাতে গুঁজে ছিলেন ফুল। কপালে ছোট্ট একটা টিপ–ঝলমলে পোশাকের ভিড়ে তাঁর ওই লুক যেন চোখের আরাম। পোশাকের সঙ্গে মানান সই মেকআপ করেছেন রাইমা। অন্যদিনে রিয়া পড়েছিলেন লেহেঙ্গা। অনন্ত-রাধিকার মঙ্গল উৎসবে খাঁটি বাঙালি বেশে হাজির শাশ্বত চট্টোপাধ্যায়। অভিষেক রায়ের নকশাকাটা পোশাকে সেজেছিলেন শাশ্বত চট্যোপাধ্যায়।
আরও পড়ুন: শাহরুখের দেখা পেয়ে উচ্ছ্বসিত জন
অন্যদিকে নজর কাড়লেন টলি-পাড়ার রুক্মিণী, নুসরতরাও। দেবকে ছাড়াই অনন্ত-রাধিকার রিসেপশনে হাজির হন রুক্মিণী মৈত্র। অন্যদিকে, যশ দাশগুপ্তকে নিয়ে তাক লাগিয়ে দেন নুসরত জাহান। আম্বানিদের ‘মঙ্গল উৎসব’-এ বাঙালিয়ানাকেই বেছে নিয়েছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।
অন্য খবর দেখুন