Placeholder canvas

Placeholder canvas
HomeIPL 2024ফের নারিনের তাণ্ডব, বড় রানের পথে কলকাতা
Sunil Narine

ফের নারিনের তাণ্ডব, বড় রানের পথে কলকাতা

এই আইপিএলের সবথেকে বেশি ছক্কা হাঁকানো হয়ে গেল নারিনের

Follow Us :

লখনউ: সুনীল নারিন (Sunil Narine) ব্যাট হাতে বিধ্বংসী হতে পারেন তা অনেক আগেই জানা ছিল। কিন্তু তিনি এই পরিমাণ ধারাবাহিক হতে পারেন তা কল্পনার অতীত। গৌতম গম্ভীর (Gautam Gambhir) কী জাদু করেছেন তা তিনিই জানেন। রবিবার লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে ফের ঝড় তুললেন ক্যারিবিয়ান স্পিনার। হ্যাঁ, তাঁর প্রথম পরিচয় তো স্পিনারই। কিন্তু এই মরসুমে যাঁরা নারিনকে প্রথম দেখলে তারা বলবে তিনি বিধ্বংসী ওপেনার।

আরও পড়ুন: ৯ নম্বরে ব্যাট করতে এলেন ধোনি, চলছে ট্রোলিং

এদিন ৩৯ বলে ৮১ করে গেলেন। ২০৭.৬৯ স্ট্রাইক রেটের এই ইনিংসে ছিল ছ’টি চার এবং সাতটি ছয়। এই সাতটি ছয় মেরেই রেকর্ড করলেন নারিন। হেনরিখ ক্লাসেনকে (Heinrich Klaasen) টপকে এই আইপিএলের সবথেকে বেশি ছক্কা হাঁকানো হয়ে গেল কেকেআর (KKR) অলরাউন্ডারের। ক্লাসেন মেরেছেন ৩১টি ছয়। এই ম্যাচের আগে পর্যন্ত নারিন ২৫টা মেরেছিলেন, আজ সাতট মেরে এক নম্বরে চলে এলেন।

 

অরেঞ্জ ক্যাপের তালিকাতেও পাঁচ নম্বরে উঠে এলেন নারিন। ওপেনিংয়ে তাঁর জুড়িদার ফিল সল্ট তৃতীয় স্থানে। এ বছর কেকেআরের ওপেনিং জুটি বেশিরভাগ ম্যাচে ধুন্ধুমার খেলছে। এদিনও শুরুটা দারুণ করেছিলেন সল্ট। কিন্তু ১৪ বলে ৩২ করে আউট হয়ে যান তিনি। দায়িত্ব নেন নারিন। আজ পাওয়ার প্লে-তে উঠল ৭০ রান। নারিন আউট হওয়ার পর ছক্কা হাঁকাতে ক্রিজে এসেছেন আন্দ্রে রাসেল (Andre Russell)। সঙ্গে আছেন অঙ্গকৃশ রঘুবংশী।

দেখুন অন্য খবর:

 

RELATED ARTICLES

Most Popular