নয়াদিল্লি: ভোট মিটলেই কেন বুথ প্রতি ভোটদাতার সংখ্যা সম্বলিত তথ্য ওয়েবসাইটে দেওয়া যাবে না? এই প্রশ্নের উত্তর এক সপ্তাহের মধ্যে দিতে নির্বাচন কমিশনকে সুপ্রিম (Supreme Court) নির্দেশ। বুথে কতজন ভোট দিল, সেই তথ্য ফর্ম ১৭-সি-তে তোলা হয়। সেই তথ্য কমিশনের ওয়েবসাইটে দেওয়ার দাবিতে হওয়া জনস্বার্থ মামলায় নির্দেশ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের। প্রতি দফা ভোটের পর এই তথ্য দ্রুত প্রকাশ করার দাবিতে মামলা করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এবং কমন কজ।
২৪ মে গ্রীষ্মের ছুটির মধ্যেই মামলার পরবর্তী শুনানি। শুক্রবার মামলাটি শুনানির তালিকায় ছিল না। তা সত্ত্বেও আইনজীবী প্রশান্ত ভূষণের অনুরোধে সাড়া দিল সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন: অভিজিৎকে শোকজ নির্বাচন কমিশনের
প্রত্যেক লোকসভা কেন্দ্রের প্রতিটি বুথ থেকে ফর্ম পূরণ হলে পোলিং অফিসার তা পেশ করেন রিটার্নিং অফিসারের কাছে। তথ্য পেশ করার সময় কোনও ভ্রান্তি আছে কিনা, তা রিটার্নিং অফিসারকে পরীক্ষা করে দেখতে হয়। কিন্তু এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয় না। যথেষ্ট সময় লাগে। অনেক সময়ই সব তথ্য সেদিনই এসে পৌঁছয় না। আদালতকে জানান কমিশনের আইনজীবী।
আরও খবর দেখুন