কলকাতা: টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) জয়ী ভারতীয় দলের জন্য ১২৫ কোটি টাকার অর্থ-পুরস্কার ঘোষণা করেছিল বিসিসিআই (BCCI)। খেলোয়াড় থেকে কোচ হয়ে সাপোর্ট স্টাফ সবার জন্য পুরস্কার। এই বিপুল পরিমাণ টাকা কিন্তু সমানভাবে ভাগ হয়নি। কেউ কেউ পাঁচ কোটি টাকা পেয়েছেন আবার কেউ পেয়েছেন এক কোটি।
বিশ্বকাপ খেলতে গিয়েছিল ভারতের ১৫ জনের দল। তাঁরা সবাই পাঁচ কোটি করে পেয়েছেন। অর্থাৎ অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli) যা পেয়েছেন, এক ম্যাচও না খেলা সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহালও তাই পেয়েছেন। কোচিং স্টাফদের মধ্যে হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) পেয়েছেন পাঁচ কোটি।
আরও পড়ুন: ক্লান্ত হয়ে পড়েছিলেন, স্বীকার করলেন এমবাপে
দ্রাবিড়ের তিন সহকারী— ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পরশ মামব্রে এবং ফিল্ডিং কোচ টি দিলীপ পেয়েছেন ২.৫ কোটি টাকা করে। সাপোর্ট স্টাফ হিসেবে ছিলেন তিন জন ফিজিয়ো, তিন জন থ্রোডাউন বিশেষজ্ঞ, দু’জন ম্যাসিয়োর এবং স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ, এরা প্রত্যেকে দু’ কোটি করে পেয়েছেন।
১৫ জনের দলের সঙ্গে গিয়েছিলেন চারজন সফরকারী রিজার্ভ— রিঙ্কু সিং (Rinku Singh), শুভমান গিল (Shubman Gill), খলিল আহমেদ এবং আবেশ খান। মাঠে জলও বইতে হয়নি তাঁদের, তবু এক কোটি টাকা করে পকেটে পুরেছেন। এছাড়া মুখ্য নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) সহ নির্বাচক মণ্ডলীর পাঁচজন এক কোটি করে পেয়েছেন।
দেখুন অন্য খবর: