মুম্বই: ভারতের সিনিয়র ক্রিকেট (Team India) দলের পরবর্তী হেড কোচ নিয়ে জল্পনা তুঙ্গে। রবি শাস্ত্রী, স্টিফেন ফ্লেমিং, টম মুডি, রিকি পন্টিংয়ের পর এবার ভেসে উঠল গৌতম গম্ভীরের নাম (Gautam Gambhir)। এক আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যমের খবর, কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের (KKR) সঙ্গে যোগাযোগ করেছে বিসিসিআই (BCCI)। তিনি জাতীয় দলের কোচ হতে কতটা ইচ্ছুক তা জানতে চাওয়া হয়েছে। কেকেআরের আইপিএল অভিযান শেষ হলে আরও আলোচনা হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, হেড কোচের পদে আবেদন করার সময়সীমা ২৭ মে, অর্থাৎ আইপিএল ফাইনালের পরের দিন।
কিছুদিন আগেই বোর্ড সচিব জয় শাহ (Jay Shah) নতুন কোচ নিয়োগের কথা বলেছিলেন। বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) মেয়াদ টি২০ বিশ্বকাপ পর্যন্ত। শাহ এও বলেন, দ্রাবিড়ও নতুন করে আবেদন করতে পারেন। কিন্তু শোনা যাচ্ছে, চুক্তি বাড়াতে ইচ্ছুক নন ‘দ্য ওয়াল।’ বুধবার রাতে জল্পনা উঠেছিল, সিএসকের (CSK) হেড কোচ স্টিফেন ফ্লেমিংকে (Stephen Fleming) নিয়োগ করতে ইচ্ছুক বিসিসিআই। পছন্দের তালিকায় ছিলেন টম মুডিও।
আরও পড়ুন: আইসিসির সেরা ব্যাটার সূর্যই, অলরাউন্ডার হার্দিকও প্রথম দশে
৪২ বছর বয়সি গম্ভীরের আন্তর্জাতিক ক্রিকেটে কোচিংয়ের কোনও অভিজ্ঞতা নেই। তিনি আইপিএলে দুটি ফ্র্যাঞ্চাইজতে মেন্টর হিসেবে দায়িত্ব সামলেছেন। তাঁর হাত ধরেই ফের সুসময় ফিরেছে নাইট শিবিরে। লখনউ সুপার জায়ান্টসে (LSG) দু’ বছর মেন্টর ছিলেন, দু’বারই প্লে অফে ওঠে তারা। এবার কেকেআরকে লিগের শীর্ষে তুলেছেন।
খেলোয়াড় হিসেবে ভারতের হয়ে দুটি আইসিসি ট্রফি (ICC Trophy) জিতেছেন গম্ভীর, ২০০৭ সালের টি২০ বিশ্বকাপ এবং ২০১১ ওডিআই বিশ্বকাপ। দুটি কাপের ফাইনালেই তাঁর অনবদ্য অবদান ছিল। তাছাড়া অধিনায়ক হিসেবে কেকেআরকে দু’বার আইপিএল জিতিয়েছেন তিনি। তাই সাফল্যের খতিয়ান তাঁর যথেষ্ট সেকথা বলাই বাহুল্য।
দেখুন অন্য খবর: