কলকাতা: জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট এক্স-কে (X) (আগে যার নাম ছিল টুইটার) টেক্কা দিতে নতুন ফিচার নিয়ে এল প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম ব্লুস্কাই (Bluesky)। ব্লুস্কাই চালু করা করে ডিএম (DM) বা ডিরেক্ট মেসেজিং ফিচার যার ফলে এই অ্যাপ ব্যবহারকারীরা এবার নিজেদের সরাসরি বার্তা পাঠাতে পারবেন। আপাতত এই বার্তা শুধু টেক্সট-এর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, ভবিষ্যতে ছবি, ভিডিওর মতো মাল্টিমিডিয়া বিষয়বস্তু পাঠানোর সুবিধা আসতে চলেছে। এন্ড-টু-এন্ড এনক্রিপশন (End to End Encryption) ব্যবস্থাও খুব শীঘ্রই এসে পড়বে।
ব্লুস্কাই-এর অফিসিয়াল হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে, “এসে গেছে ডিএম! ব্লুস্কাই-এর চ্যাট ট্যাবের মাধ্যমে আপনার বন্ধুর সঙ্গে ব্যক্তিগত বার্তালাপ শুরু করুন। অ্যাপের লেটেস্ট ভার্সান (১.৮৩) আপডেট করে নিন অথবা ডেস্কটপে রিফ্রেশ করে চ্যাট শুরু করুন।”
আরও পড়ুন: অ্যান্ড্রয়েড ব্যবহারে লুকিয়ে বিপদ! সতর্ক করল সরকার
অর্থাৎ নতুন ফিচার ব্যবহার করতে হলে ব্লুস্কাই অ্যাপ আপডেট করতে হবে ব্যবহারকারীদের। কাউকে ডিএম করতে হলে মোবাইল স্ক্রিনের নীচের দিকে চ্যাট আইকন সিলেক্ট করতে হবে। ডেস্কটপ বা ল্যাপটপের ক্ষেত্রে সাইডবারে চ্যাট বাবলে ক্লিক করতে হবে। নতুন চ্যাট খুলে যাঁকে মেসেজ পাঠাতে চাইছেন তাঁকে সার্চ করতে হবে, তারপর মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে।
সাধারণভাবে যে কেউ যে কাউকে মেসেজ পাঠাতে পারবে। সেটিংস মেনু থেকে আপনি নিজের পছন্দ নির্বাচন করতে পারবেন, বিকল্প রয়েছে এভরিওয়ান, নো ওয়ান এবং ইউজার্স আই ফলো। ইচ্ছে অনুযায়ী মেসেজের নোটিফিকেশন খোলা বা বন্ধও রাখতে পারবেন।
দেখুন অন্য খবর: