Placeholder canvas

Placeholder canvas
Homeগ্যালারি নিউজবিশ্বের অন্যতম নির্জন দ্বীপ, যেখানে বাস করেন মাত্র ৪৭ জন

বিশ্বের অন্যতম নির্জন দ্বীপ, যেখানে বাস করেন মাত্র ৪৭ জন

সবচেয়ে কাছের জনপদ কয়েক হাজার কিমি দূরে

Follow Us :

কলকাতা: পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যার রহস্য হাজার বছর পেরিয়ে গেলেও সমাধান হয়নি। এমনই একটি দ্বীপ রয়েছে যাকে চারদিক থেকে ঘিরে রেখেছে প্রশান্ত মহাসাগর। চারদিকে জল আর মাঝে ছোট্ট সবুজ। এভাবেই প্রশান্ত মহাসাগরের বুকে মাথা উঁচু করে নিজের অস্তিত্ব ধরে রেখেছে বিশ্বের অন্যতম বিচ্ছিন্ন দ্বীপ পিটকেয়ার্ন। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে আগ্নেয় শিলা দিয়ে তৈরি চারটি দ্বীপ রয়েছে। এই দ্বীপগুলি হল পিটকেয়ার্ন, হেন্ডারসন, ডুসি এবং ওয়েনো। যার মধ্যে একমাত্র পিটকেয়ার্নেই মানুষ বাস করে।

বিচ্ছিন্ন এই দ্বীপ পিটকেয়ার্ন নিয়ে জনমানসে কৌতূহলের অন্ত নেই। পিটকেয়ার্ন দ্বীপের মধ্যে একটি গ্রাম হল অ্যাডামসটাউন। এটি পিটকেয়ার্নের রাজধানী। অ্যাডামসটাউনে স্থায়ী ভাবে ৪৭ জন মানুষের বাস। জনসংখ্যার নিরিখে বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজধানী এটি।

দক্ষিণ আমেরিকা থেকে অ্যাডামসটাউনের দূরত্ব সাড়ে পাঁচ হাজার কিমি। অ্যাডামসটাউনের কাছে রয়েছে তাহিতি দ্বীপ। দূরত্ব প্রায় ২১৫০ কিমি। অ্যাডামসটাউনে কোনও বিমানবন্দর নেই। একমাত্র নৌকা করেই পেটকিয়ার্ন দ্বীপে যাওয়া যায়। প্রতি তিন মাস অন্তর ওই দ্বীপে একটি জাহাজ আসে। ওই জাহাজে করে খাবার-সহ বিভিন্ন সামগ্রী নিয়ে যাওয়া হয়। যা দ্বীপের বাসিন্দাদের সরবরাহ করা হয়।

২০০৪ সালে এই দ্বীপে একটি কারাগার তৈরি করা হয়েছিল। কারণ, দ্বীপে অপরাধের ঘটনা বাড়ছিল। তবে অপরাধীরা আগাম মুক্তি পাওয়ায় কারাগারের প্রয়োজন পড়ে না। বর্তমানে কারাগারটিকে হস্টেলে রূপান্তরিত করা হয়েছে। পিটকিয়ার্ন দ্বীপটি ব্রিটিশ সরকারের অধীনে রয়েছে। দ্বীপে নিজেদের সাধ্যমতো চাষবাস করেন বাসিন্দারা। এই দ্বীপে টেলিভিশন, স্যাটেলাইট ইন্টারনেট এবং টেলিফোন পরিষেবা রয়েছে। তবে যোগাযোগের জন্য মূল মাধ্যম হল হ্যাম রেডিয়ো।

জানা গিয়েছে, ১৭৮৯ সালে ব্রিটিশ নৌসেনার একটি দল বিদ্রোহ ঘোষণা করেছিল। ব্রিটিশ নৌসেনার তাহিতিগামী জাহাজের দখল নিয়েছিলেন বিদ্রোহীরা। ওই বিদ্রোহী নৌসেনারা তাহিতি চলে গিয়েছিলেন। তবে সেখানে বেশি দিন থাকেননি। ব্রিটিশ প্রশাসনের শাস্তির হাত থেকে বাঁচতে তাঁরা পিটকেয়ার্নে চলে যান। সেই সময় থেকেই নাকি ওই দ্বীপে মানুষের বাস শুরু।

RELATED ARTICLES

Most Popular