Placeholder canvas

Placeholder canvas
Homeগ্যালারি নিউজলন্ডনে ডোনার মহিষাসুরমর্দিনী নজর কাড়ল

লন্ডনে ডোনার মহিষাসুরমর্দিনী নজর কাড়ল

Follow Us :

লন্ডনের মাটিতে শারদোৎসবের সূচনালগ্নে ডোনা গাঙ্গুলীর নৃত্য পরিচালনায় পরিবেশিত হলো মহিষাসুরমর্দিনী। অনুষ্ঠান হলো লন্ডনের নেহেরু সেন্টারে।শারদোৎসবের আবহ তৈরি হয় মহিষাসুরমর্দিনী নিবেদনে।গানের সাথে নাচের মেলবন্ধন ছিল নজর কাড়া।সঙ্গীতে আনন্দ গুপ্তের পরিচালনায় দক্ষিনায়ন ইউকে এর শিল্পীরা।

প্রসঙ্গত, সৌরভ -ডোনা দুজনকেই অনেকটা সময় লন্ডনে কাটাতে হয় মেয়ে সানার পড়াশোনার জন্য। এতদিন ডোনার বিদেশের ছাত্র -ছাত্রীরা অনলাইনে শিখতেন, এখন তারা সরাসরি এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে পারছেন। এতে খুবই খুশি তারা।

আরও পড়ুন: শারদোৎসবের জলসায় জমজমাট মার্কিন মুলুক

গানের দিকে অংশগ্রহণ করেন আনন্দ গুপ্তের সঙ্গীত পরিচালনায় দক্ষিনায়ন ইউকের শিল্পীরা। সেই রেডিয়োতে শোনা পরিচিত গানগুলো শোনা গেল মঞ্চে। সাথে নৃত্য পরিবেশন করলেন ডোনার ‘দীক্ষামন্জরী’র শিল্পীরা।

ডোনা গাঙ্গুলি জানান, ” বেশ কিছু বছর হয়ে গেল আমায় লন্ডন আর কলকাতা যাতায়াত করতে হয়। বাংলার সংস্কৃতি তথা ভারতীয় শাস্ত্রীয় নৃত্য, সংস্কৃতি বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার এই সুযোগ। দুর্গাপুজো ঠিক কি, তার পৌরাণিক কাহিনী এই পরিবেশনার মাধ্যমে আমরা সবার সামনে তুলে ধরতে পারি। দুর্গা পুজো এখন একটা গ্লোবাল সেলিব্রেশনের অংশ। তাই এতে আমরাও অংশগ্রহণ করলাম।”

RELATED ARTICLES

Most Popular