skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollস্ত্রী-ধনে অধিকার শুধু স্ত্রীর, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
Supreme Court

স্ত্রী-ধনে অধিকার শুধু স্ত্রীর, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কোনওভাবেই এই সম্পদ যৌথ সম্পত্তি নয়

Follow Us :

নয়াদিল্লি: স্ত্রী-র সম্পত্তিতে স্বামীর নিয়ন্ত্রণ নেই, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শ্রী-ধন (Stri-dhan) নিঃসন্দেহে স্ত্রী’র নিজস্ব। তবে বিপদে-আপদে স্বামী তা ব্যবহার করতে পারেন। কিন্তু সেই সম্পদ বা তার সমপরিমাণ অর্থ স্ত্রীকে ফিরিয়ে দেওয়া স্বামীর নৈতিক কর্তব্য। এই অভিমত দিয়ে বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কোনওভাবেই এই সম্পদ যৌথ সম্পত্তি নয়।

স্ত্রী-ধন কোনটি? আদালতের অভিমত, বিয়ের আগে, বিয়ের সময় বা বিবাহিত জীবনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্ত্রী যে সম্পদ উপহার হিসেবে পান, সেটাই স্ত্রী-ধন।

আরও পড়ুন: হরলিক্সকে আর হেলথ ড্রিঙ্ক বলা যাবে না

এক ব্যক্তিকে তাঁর স্ত্রীকে ২৫ লক্ষ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়ার সময় এই মন্তব্য করেছে শীর্ষ আদালত। স্ত্রী দাবি করেছিলেন, বিয়ের সময় তাঁর বাবা তাঁকে উপহার হিসেবে ৮৯ ভরি সোনা দেন। বিয়ের পর স্বামীকে ২ লক্ষ টাকার চেকও দেওয়া হয়। স্ত্রীর এও দাবি, বিয়ের প্রথম রাতেই সমস্ত সোনা তাঁর স্বামী নিয়ে নেন এবং নিরাপদে রাখার নামে তাঁর মায়ের জিম্মায় দিয়ে দেন।

স্ত্রীর অভিযোগ, পরিবারের পুরনো ধারদেনা শোধ করতে ওই সোনা ব্যবহার করেন তাঁর স্বামী ও শাশুড়ি। ২০১১ সালে ফ্যামিলি কোর্ট (Family Court) এই অভিযোগে সিলমোহর দেয় এবং জানিয়ে দেয়, সেই সম্পত্তি ফেরত পাওয়ার অধিকারী স্ত্রী। কিন্তু কেরালা হাইকোর্ট (Kerala High Court) সেই রায়কে নাকচ করে জানায়, সোনা অপব্যবহার করার দাবি ঠিকমতো প্রতিষ্ঠা করতে পারেননি ওই মহিলা। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular