কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেটে নয়া ইতিহাস লিখল পাঞ্জাব কিংস (PBKS)। ২৬১ রান তাড়া করে ম্যাচ জিতে রেকর্ড গড়ল শশাঙ্ক-জনি বেয়েস্টোরা। আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ছিল এতদিন সবচেয়ে বেশি রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড। সেটি ছিল ২৫৯ রান। আর এদিন আইপিএলে নিজের ঘরের মাঠে কলকাতা (KKR) হারল লজ্জাজনক ভাবে। পাঞ্জাব ৮ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে নিল।

৬ ম্যাচে মাত্র ৯৬ রান করেছিলেন জনি বেয়েস্টো। তাই পরপর দুটি ম্যাচে বসিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। কলকাতা ম্যাচে তাঁকে টিমে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব টিম ম্যানেজমেন্ট। আর ফিরে এসেই অপরাজিত ১০৭ রানে ম্যাচ জেতানো বিধ্বংসী ইনিংস খেললেন। যোগ্য সঙ্গত দিলেন আনক্যাপড ঝাড়খন্ডের শশাঙ্ক সিং। টি-২০ বিশ্বকাপের আগে সিলেক্টরদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে গেল টিম সিলেকশন নিয়ে।

আরও পড়ুন: বিস্ময়ের আর এক নাম ঋষভ পন্থ

অন্যদিকে, কলকাতার বোলিং কোচ ভরত অরুণের কোচিং নিয়েই এবার প্রশ্ন উঠতে শুরু করে দিল। প্রথমে ২২৩ রান করে ম্যাচ হার রাজস্থানের সঙ্গে। তারপর আজকের ম্যাচে ২৬১ রান করে ম্যাচ হারতে হচ্ছে। তাই যথাযথ ভাবেই প্রশ্ন উঠতে শুরু করল বোলিং কোচের ভূমিকা ঠিক কী?

এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে ২৬১ রান তোলে কলকাতা নাইট রাইডার্স। ফিলিপ সল্ট ৩৭ বলে করলেন ৭৫ রান। চার এবং ছয় ৬টি করেই মারলেন। আর স্ট্রাইক রেট ২০২.৭। অন্যদিকে সুনীল নারিন করলেন ৩২ বলে ৭১ রান। চারের সংখ্যা ৯টি এবং ছয়ের সংখ্যা ৪টি। স্ট্রাইক রেট ২২১.৮৮। নারিন আবার আজকের ইনিংসের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে ২ নম্বরে উঠে এলেন। আর সল্ট, নারিন আউট হওয়ার পর কলকাতার ইনিংস এগিয়ে নিয়ে গেলেন আন্দ্রে রাসেল (২৪ রান), ভেঙ্কটেশ আইয়ার (৩৯ রান) এবং অধিনায়ক শ্রেয়স আইয়ার (২৮ রান)। ২০ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) রান ২৬১।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই চালিয়ে খেলতে শুরু করেন পাঞ্জাবের দুই ওপেনার। ২০ বলে ৫৪ রান করে রানআউট হতে হয় প্রভসিমরন সিংকে। এরপর ঝড়ের গতিতে রান তুলতে থাকেন বেয়েস্টো এবং রুশো। এরপর সুনীল নারিন রুশোকে ২৬ রানে প্যাভিলিয়নে ফেরান। কিন্তু শশাঙ্ক সিং ক্রিজে নেমে দলকে জিতিয়ে ইতিহাস তৈরি করেন। মাত্র ২৮ বলে ৬৮ রান করেন। ৮টা ছয় এবং ২টো চারে ছিল তাঁর ইনিংস সাজানো। আর শশাঙ্কের স্ট্রাইক রেট ছিল ২৪২.৮৬।

অন্য খবর দেখুন 

YouTube player