ইসলামাবাদ: কর ফাঁকির জ্বালায় অতিষ্ঠ পাকিস্তান সরকারের রাজস্ব বিভাগ। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে বাধ্য কর ফাঁকি দেওয়া নাগরিকদের মোবাইল সংযোগ ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে তারা। পাকিস্তানের ফেডেরাল বোর্ড অফ রেভিনিউ (FBR) তাদের আয়কর সংক্রান্ত নির্দেশে (ITGO) জানিয়েছে, ২০২৩ সালের ট্যাক্স রিটার্ন ফাইল করতে ব্যর্থ ৫০৬,৬৭১ জনের মোবাইল সিম ব্লক থাকবে। যতদিন না এফবিআর অথবা কমিশনার অফ ইনল্যান্ড রেভিনিউ নির্দেশ দিচ্ছে ততদিন সিম ব্লকই থাকবে।
আরও পড়ুন: যুদ্ধবিরতির দাবি শিক্ষার্থীদের, হ্যামিল্টন হলে প্রবেশ করল পুলিশ
এই মর্মে পাকিস্তান টেলিকম অথরিটি (Pakistan Telecom Authority) এবং সমস্ত টেলিকম সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে ১ মে থেকে সিম ব্লক করা হয়। সেই সঙ্গে ১৫ মে-র মধ্যে সম্মতি রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
এফবিআরের এক সূত্র জানিয়েছে, অন্তত ২০ লক্ষ মানুষকে চিহ্নিত করা গিয়েছে যারা আয়কর দেওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও ফাঁকি দিচ্ছে। এদের সবাইকেই নোটিস পাঠানো হচ্ছে। এদের মধ্যে পাঁচ লক্ষের কিছু বেশি মানুষের মোবাইল সিম ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার কারণ শেষ তিন বছরে এরা আয়কর দেওয়ার যোগ্য আয়ের ঘোষণা করেছিল, কিন্তু ২০২৩ সালে আয়কর দেয়নি।
দেখুন অন্য খবর: