Placeholder canvas

Placeholder canvas
HomeIPL 2024ক্যাচ ধরে হিরো বল বয়, সাক্ষাৎকার নিলেন স্বয়ং জন্টি
Jonty Rhodes

ক্যাচ ধরে হিরো বল বয়, সাক্ষাৎকার নিলেন স্বয়ং জন্টি

২০২০ সালে জন্টির এক ক্যাম্পে যোগ দিয়েছিল সে

Follow Us :

লখনউ: রবিবার লখনউ সুপার জায়ান্টসকে (LSG) দুরমুশ করে জিতেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ব্যাটে-বলে পারফরম্যান্স করে ম্যান অফ দ্য ম্যাচ সুনীল নারিন (Sunil Narine)। বিধ্বংসী ক্যামিও এবং বিস্ময়কর ক্যাচ ধরে প্রশংসিত হচ্ছেন রামনদীপ সিং (Ramandeep Singh)। তবে রবিবার আলাদা করে নজর করে নিয়েছে এক বল বয় কিশোর। মার্কাস স্টয়নিস (Marcus Stoinis) থার্ড ম্যানের উপর দিয়ে ছয় মেরেছিলেন। বাউন্ডারির দড়ির ঠিক পিছনেই বসে থাকা বল বয়টি পাঁচ গজ দৌড়ে অনবদ্য ক্যাচ ধরে।

ধারাভাষ্যকর রবি শাস্ত্রী (Ravi Shashtri) সেই মুহূর্তেই ক্যাচটির উচ্ছ্বসিত প্রশংসা করেন। ফ্লুক নয়, ভালো টেকনিক ব্যবহার করে ক্যাচটি ধরা হয়েছে, জানান তাও। ক্যামেরা সেই মুহূর্তে ফোকাস করে কিংবদন্তি ফিল্ডার এবং লখনউয়ের ফিল্ডিং কোচ জন্টি রোডসকে (Jonty Rhodes)। দেখা যায়, ওই কিশোরের ক্যাচ দেখে সাধুবাদ জানাচ্ছেন তিনিও। রাতারাতি ‘হিরো’ হয়ে যায় ওই বল বয়। তার নাম অথর্ব কে গুপ্তা (Atharwa K Gupta)।

আরও পড়ুন: শেষ দিনে যাবে প্রিমিয়ার লিগের খেতাবি লড়াই!

 

বিষয়টা ওখানেই থামেনি। ম্যাচের পর অথর্বের সঙ্গে দেখা করেন রোডস। তিনি প্রথমে নিজের পরিচয় দিলে সে বলে, “আপনাকে চিনি স্যর, আমি আপনার বড় ভক্ত।” রোডসের প্রশ্নে সে আরও বলে, ক্যাচ ধরতে ফ্লাডলাইট অসুবিধা করেনি। রিভার্স কাপ টেকনিক তার পছন্দ নয়। এরপর জানা যায়, ২০২০ সালে জন্টির এক ক্যাম্পে যোগ দিয়েছিল সে।

অথর্ব বলে, “জন্টি স্যর হলেন ফিল্ডিংয়ের রোল মডেল। আমি ওঁর সঙ্গে আগেও দেখা করেছি, অনেক কিছু শিখেছি ওঁর কাছ থেকে। তিনি প্রথম এমন খেলোয়াড় যিনি শুধু ফিল্ডিং করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন।” এরপর রোডস বলেন, “মনে আছে, ২০২০-র ক্যাম্পে আমি বলেছিলাম, ভালো হাতের কাজের সঙ্গে ভালো পায়ের নড়াচড়াও জরুরি। ক্যাচ ধরার সময় বডি পোজিশন তাতে ভালো থাকে। যেমন তুমি করেছ। খুব ভালো, তুমি যে মনে রেখেছ তাতে আমি খুশি।”

দেখুন অন্য খবর:

 

RELATED ARTICLES

Most Popular