রাশিফল: হিন্দুধর্ম মতে মঙ্গলবার হল বজরংবলীর প্রিয় দিন। আজ ১৪ মে ২০২৪ মঙ্গলবার, পঞ্জিকা অনুসারে বৈশাখী শুক্লা সপ্তমী তিথি। আজকের দিনটি গঙ্গী সপ্তমী নামেও পরিচিত। জ্যোতিষ গণনা অনুসারে বৃদ্ধি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ ও রবি যোগের শুভ প্রভাবে এবং বজরংবলীর কৃপায় আজ নানা দিক থেকে লাভবান হবেন বেশ কয়েকটি রাশির জাতকরা (Horoscope)-
বৃষ রাশি: আজকের দিনটি বিশেষভাবে শুভ ও কার্যকরী বৃষ রাশির জাতকদের জন্য। আর্থিক উন্নতির জন্য প্রচুর সুযোগ আসবে। হনুমানজির কৃপায় আজ সব কাজই আপনি সহজে করতে পারবেন। অফিসে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। পুরনো কোনও বিনিয়োগ থেকে লাভবান হবেন।
সিংহ রাশি: আজ বিশেষ কোনও সুসংবাদ পেতে পারেন। নানান দিক থেকে লাভবান হবেন সিংহ রাশির জাতকরা। আর্থিক ভাবেও আজকের দিনটি আপনার জন্য লাভজনক হবে। আটকে থাকা টাকা আজ ফেরত পেয়ে যেতে পারেন।
আরও পড়ুন: মঙ্গলবার মেনে চলুন এই নিয়মগুলি, সমৃদ্ধি আসবে
কন্যা রাশি: সর্বার্থ সিদ্ধি যোগের শুভ ফল আজ পাবেন কন্যা রাশির জাতকরা। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত যাঁরা, তাঁরা বিশেষ সাফল্য পেতে পারেন। ব্যবসা থেকে বড় লাভ হবে।
মকর রাশি: ব্যবসায়ীদের জন্য বিদেশ থেকে কোনও বড় কাজের সুযোগ আসতে পারে। বজরংলীরর আশীর্বাদে আর্থিক অবস্থা অনেকটাই ভালো হবে। দাম্পত্য জীবনেও সুখ থাকবে মকর রাশির জাতকদের।
মীন রাশি: বৃদ্ধি যোগের প্রভাবে নিজের উপার্জন ও সঞ্চয় বাড়ানোর সুযোগ আসছে। আজ টাকা রোজগারের একাধিক পথ খুলে যাবে আপনার সামনে। অফিসে বস ও সহকর্মীরা আপনার উপর খুশি থাকবে।
আরও খবর দেখুন