Placeholder canvas

Placeholder canvas
HomeScrollআইসি দলদাস, অভিযোগ খগেন মুর্মুর
Khagen Murmu

আইসি দলদাস, অভিযোগ খগেন মুর্মুর

গাজোলে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি প্রার্থী

Follow Us :

মালদা: ভোটের (Loksabha Vote) মুখে হবিবপুর থানার (Habibpur PS IC) আইসিকে সরানো নিয়ে বিস্ফোরক বিজেপি (BJP) প্রার্থী। তিনি বললেন আইসি তৃণমূলের দলদাসে পরিণত হয়েছেন। উত্তর মালদা লোকসভা কেন্দ্রে লোকসভা নির্বাচনের মুখেই উত্তর মালদার লোকসভা কেন্দ্রের অন্তর্গত হবিবপুর থানার আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তাঁকে সরিয়ে হবিবপুর থানার নতুন আইসি করা হয়েছে অক্ষয় পালকে। এমনকী পুরনো আইসি ভোটের কোনও কাজে নিযুক্ত থাকতে পারবেন না এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে।

এবার এই ঘটনায় বিস্ফোরক উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী খগেন মুর্মু। এদিন গাজোলে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভোটের মুখে হবিবপুর থানার আইসিকে সরানো নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, হবিবপুর থানার আইসি তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। মানুষকে ডেকে নিয়ে, বাড়িতে পুলিশ পাঠিয়ে, সিভিক পাঠিয়ে মানুষকে ধমকাচ্ছেন ও চমকাচ্ছেন। তিনি যদি সেই চেয়ারে থাকতেন তাহলে হবিবপুরে ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন করানো যেত না। শুধুমাত্র হবিপুর থানার আইসি নয়, উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বেশ কয়েকটি থানার আইসি দলদাসে পরিণত হয়েছে। আইসিদের পাশাপাশি বেশ কিছু এসআই ও এএসআই দলদাসে পরিণত হয়েছে। তাদের এই পোশাক ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরা উচিত। আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলাম। নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: বিচ্ছেদের মামলায় স্ত্রীর খরচ পাওয়া উচিত: কলকাতা হাইকোর্ট

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular