কলকাতা: সকাল থেকেই আকাশের মুখভার, বৃষ্টি আসবে… হাওয়া অফিস জানাচ্ছে, মেঘলা ওয়েদারে রবিবারও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে রবিবার দুপুর থেকে বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় (Weather Update)। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমানে গরমের অস্বস্তি বজায় থাকবে।
এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল অর্থাৎ শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি।
আগামীকাল, সোমবার থেকে দক্ষিণবঙ্গের (South Bangal) সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। ঝড়বৃষ্টি বেশি হতে পারে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বুধবার থেকে দক্ষিণের জেলাগুলিতে হাওয়ার বেগ কিছুটা কমলেও বৃষ্টি চলবে। সেই সঙ্গে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে সাগরে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কাও থাকছে।
আরও পড়ুন: বাড়িতেই ভোট দিলেন ১০২ বছরের সত্যনারায়ণ সাঁই
অন্যদিকে মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড়। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হতে চলেছে ‘রেমাল’ (Cyclone Remal)। নামকরণটি করেছে ওমান। ২০ মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। এরপর সেটি ক্রমে উত্তর দিকে অগ্রসর হবে। শক্তি বাড়িয়ে ২৪ মে নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আগামী ২৫ থেকে ২৭ মে-র মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও (North Bengal) বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি চলতে পারে মঙ্গলবার পর্যন্ত। মালদহে ভারী বৃষ্টি না হলেও সারা সপ্তাহ ধরেই কমবেশি ঝড়বৃষ্টি চলবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
আরও খবর দেখুন