মস্কো: ইউক্রেন (Ukraine) সীমান্তের কাছে বেলগোরোদ শহরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় একটি বহুতল ভেঙে পড়ল। তাতে ৭ জনের মৃত্যু হয়েছে, ১৫ জন জখম হয়েছেন। বেলগোরোদ অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্যাদক্লভ এই ঘটনার ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, ১০ তলা ভবনটি ধসে পড়ছে।
রাশিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, এই হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তা প্রাথমিকতভাবে স্পষ্ট নয়।পশ্চিমী দেশগুলোর সরবরাহ করা কোনও অস্ত্র ব্যবহার করা হয়েছিল কি না তাও নিশ্চিত করা যায়নি। উদ্ধার কর্মীরা কাজ করছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে।
আরও পড়ুন: আফগানিস্তানে বন্যায় তিনশো মানুষের মৃত্যু
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বলা হয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী ইতিমধ্যে দুটি সোভিয়েত আমলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। ইউক্রেনের বাহিনী বেলগোরোদ লক্ষ্য করে তা ছুড়েছিল। উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে হামলা চালায়। তখন থেকে দুই দেশে যুদ্ধ চলছে।
আরও খবর দেখুন