কাবুল: আফগানিস্তানের (Afganistan) বিভিন্ন রাজ্যে অতিবৃষ্টি ও বন্যায় তিনশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিশ্ব খাদ্য সংস্থা এই তথ্য জানিয়েছে। তালিবান সরকার (Taliban Government) সেই দেশে জরুরি অবস্থার ঘোষণা করেছে।
শুক্রবার বাঘলান, তাখার ও বাদাকাশানের পাশাপাশি হেরাত প্রদেশে ভারী বৃষ্টি হয়েছে। এতেই নদীর জলস্তর বেড়েছে। বহু জায়গায় গ্রাম, রাস্তা, কৃষিজমি জলের তলায় চলে গিয়েছে। দুর্গত এলাকায় সরকারি কর্মীর পাশাপাশি বিভিন্ন বেসরকারি কর্মী উদ্ধার কাজে মোতায়েন করা হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে উত্তরাঞ্চলের বাঘলান প্রদেশ। এখানে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। হাজার হাজার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: কংগ্রেস সভাপতির কপ্টারে তল্লাশি চলল
উল্লেখ্য, গত মাসের মাঝামাঝি সময়েও এই দেশে ১০টি রাজ্যে বন্যায় প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছিল। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, এখনও অনেকে নিখোঁজ রয়েছে।
আরও খবর দেখুন