মুম্বই: দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia)। এখন বলিউডেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। জানা যায়, এক সময়ে পর্দায় চুম্বনের দৃশ্যেও রাজি ছিলেন না তিনি। পরে সেই প্রতিজ্ঞা ভেঙে ‘লাস্ট স্টোরিজ ২’ ছবিতে অভিনেতা বিজয় বর্মার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায় তামান্নাকে। যা নিয়ে অনেক চর্চা হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে, অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় সহ-অভিনেতাদের অনুভূতির কথা বলতে গিয়ে তামান্না বলেন, অভিনেতারা অন্তরঙ্গ দৃশ্য (Bold Scene) করতে পছন্দ করেন না।
রোমান্টিক দৃশ্যের শুটিং করতে গিয়ে অনেকেই মনে করেন নায়করা এটা পছন্দ করেন। কিন্তু সেটা ভুল। অভিনেতারা রোমান্টিক দৃশ্য খুব একটা পছন্দ করেন না। তামান্না বলছেন, অভিনেত্রীদের থেকে অভিনেতাদের বেশি অস্বস্তি হয় পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করার সময়ে। ওঁরা ভাবেন, বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলে মহিলারা হয়তো খারাপ ভাববেন। মহিলাদের যাতে অস্বস্তি না হয়, সেই দিকটা দেখার দায়িত্বও তাঁদের উপর থাকে।
আরও পড়ুন: ‘চন্দু চ্যাম্পিয়ন’ বেশে চাবুক লুকে হাজির কার্তিক!
উল্লেখ্য, ‘লাস্ট স্টোরিজ ২’-তে বিজয়ের সঙ্গে তামান্নার চুম্বনদৃশ্য নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছিল। সেই ছবির সময় থেকেই সম্পর্কে জড়ান তাঁরা দুজনে। আপাতত দুজনে চুটিয়ে প্রেম করছেন। এই মুহূর্তে তামান্না অভিনীত ‘আরানমানাই ৪’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। আগামী ২৪ মে এই ছবি হিন্দিতেও মুক্তি পাবে। আগামীতে ‘ওডেলা ২’ ছবিতে দেখা যাবে তামান্নাকে।
আরও খবর দেখুন