দুর্গাপুর: দুর্গাপুরে যুব তৃণমূলের (TMC) গোষ্ঠী সংঘর্ষ। দুই দল যুব সদস্যদের মধ্যে সংঘর্ষের অভিযোগ । যুব তৃণমূলের একটি গোষ্ঠী অপর গোষ্ঠীর বিরুদ্ধে চক্রান্ত, সদস্যদের মারধর ও খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগ তুলল ।
দুর্গাপুরের মাইকেল মধুসূদন কলেজের তৃতীয় বর্ষের ছাত্রদের ব্যাপক মারধরের অভিযোগ ওঠে প্রাক্তন ছাত্র ইমরান খান ও তার দলবলের বিরুদ্ধে । ঘটনায় চার জন আহত হয় । তার মধ্যে তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন । একজন ছাত্রের অবস্থা আশঙ্কাজনক । একজনের মাথায় রডের আঘাত লেগেছে বলে অভিযোগ । তৃতীয় বর্ষের ছাত্ররা এই ঘটনার জন্য পুরোপুরি ইমরান খানকে দায়ী করে । তারা সরাসরি ক্যামেরার সামনে জানায়, ইমরান খানের জন্য কলেজের গঠন-পাঠনের স্বাভাবিক পরিস্থিতি নষ্ট হচ্ছে ।
আরও পড়ুন: হাইকম্যান্ড সংস্কৃতিতে কংগ্রেসের এই হাল, কটাক্ষ বিজেপির
আহত ছাত্ররা দাবি করে তাদের কাছে এমন ফুটেজ রয়েছে যা দেখলে অভিভাবকরা ছাত্র-ছাত্রীদের এই কলেজে ভর্তি করতে ভয় পাবে আগামী দিনে । ১৭ মের এই ঘটনাকে ঘিরে এখনও চাঞ্চল্য রয়েছে কলেজ চত্বরে । তৃতীয় বর্ষের ছাত্রদের অভিযোগ পুরো বিষয়টি প্রিন্সিপালকে জানানোর পরও কলেজ কর্তৃপক্ষ কোনও তদন্ত শুরু করেনি । আহত ছাত্ররা ভর্তি রয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে । তবে এই বিষয়ে অভিযুক্ত ইমরান খানের কোনও বক্তব্য জানা যায়নি।
আরও খবর দেখুন