কলকাতা: খাড়্গে (Mallikarjun Kharge) অধীরের (Adhir Chowdhury) বাক যুদ্ধের সময় কংগ্রেসের উদ্দেশে কটাক্ষ করে ছুড়ে দিল রাজ্য বিজেপি। তাদের বক্তব্য, এবার কংগ্রেস তৃণমূলের ছায়ার সঙ্গে যুদ্ধ করা বন্ধ করুক। তৃণমূলের কেলেঙ্কারির কথা তুলে ধরুক। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে কড়া বার্তা দেওয়ার পর এমনই প্রতিক্রিয়া রাজ্য বিজেপির। বিজেপির বক্তব্য, তুলে ধরা হোক নিয়োগ দুর্নীতি থেকে গরু পাচার কেলেঙ্কারির কথা। তা না হলে তারাও অধীর চৌধুরীর মতো অপদস্থ, বহিষ্কৃত হবে। কংগ্রেস ইভিএমকে দোষ দেওয়া বন্ধ করুক। সত্যটা মেনে নিক। হাইকম্যান্ড সংস্কৃতি পার্টিটাকে এই করুণ অবস্থায় নিয়ে এসেছে।
উল্লেখ্য, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর উদ্দেশে কড়া বার্তা দেন। তিনি বলেন, তৃণমূল সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধীর কেউ নন। হাইকমান্ড আছে। আমরা আছি। দলের সিদ্ধান্ত মানতে হবে। নাহলে বাইরে চলে যেতে হবে। কংগ্রেস সভাপতির কথা শুনে অধীর পাল্টা বলেন, আমি কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য। আমিও হাইকমান্ড। তৃণমূল সম্পর্কে আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা। এর মধ্যে কোনও ব্যক্তিগত বিদ্বেষ নেই। কংগ্রেসকে যে খতম করবেন, আমি তাঁকে খাতির করব, তা তো হতে পারে না। তৃণমূলের বিরুদ্ধে আমার লড়াই পশ্চিমবঙ্গের কংগ্রেসকে রক্ষা করার লড়াই। তা আমি কোনও মতেই থামাতে পারি না।
আরও পড়ুন: শান্তনু ঠাকুরের প্রচারে হামলা, রিপোর্ট তলব
আরও খবর দেখুন