মুম্বই: পরনে ল্যাঙট, পেশিবহুল দেহ থেকে টপ টপ করে ঝরছে ঘাম, মাথার চুলও ঘামে ভিজেছে, প্রাণপণে দৌড়চ্ছেন অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। নতুন ছবি ‘চন্দু চ্যাম্পিয়ন’ (Chandu Champion)-এর এরকমই লুকে সকলকে রীতিমতো চমকে দিলেন অভিনেতা। সম্প্রতি ছবিতে তাঁর লুক শেয়ার করেছেন অভিনেতা। যা দেখে রীতিমতো অবাক নেটিজেনরা।
View this post on Instagram
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বাদশার কিং লুক!
প্রাক্তন সেনাবাহিনীর সদস্য তথা অ্যাথলিট মুরলীকান্ত পেটকরের (Murlikant Petkar) জীবনকাহিনি অবলম্বনে ‘চন্দু চ্যাম্পিয়ন’ তৈরি করছেন ‘৮৩’ খ্যাত পরিচালক কবীর খান (Kabir Khan)। ১৯৭২ সালে হাইডেলবার্গে অনুষ্ঠিত প্যারা অলিম্পিক্সে ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে সোনা জেতেন মুরলীকান্ত। পাশাপাশি আরও তিনটি বিভাগে তিনি চূড়ান্ত পর্বেও পৌঁছন। ২০১৮ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। কীভাবে এই অসাধ্যসাধন করেন তিনি? পর্দায় বাস্তবের সেই কাহিনিই ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক। নাম ভূমিকায় দেখা যাবে কার্তিককে। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ১৪ জুন।
প্রসঙ্গত, পরবর্তীতে ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবির পাশাপাশি কার্তিককে দেখা যাবে অনুরাগ বসুর ছবি ‘আশিকি ৩’ (Aashiqui 3)-তে। কার্তিকের বিপরীতে থাকবেন ‘অ্যানিম্যাল’ খ্যাত অভিনেত্রী। ‘অ্যানিম্যাল’ (Animal) ছবিতে রণবীর কাপুরের সঙ্গে দুর্দান্ত অভিনয়ের পর, কার্তিকের সঙ্গে রোমান্স করবেন তৃপ্তি দিমরি (Triptii Dimri)। অন্যদিকে, ‘ভুলভুলাইয়া ৩’ (Bhool Bhulaiyaa 3)-এর শুটিং কিছুদিন আগেই শেষ করেছেন অভিনেতা। বি-টাউন সূত্রে খবর, চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাবে ‘ভুলভুলাইয়া ৩’।
আরও খবর দেখুন