Placeholder canvas
Homeরাজ্যবিপর্যস্ত সিকিম, হড়পা বানে নিখোঁজ ২৩ জওয়ান

বিপর্যস্ত সিকিম, হড়পা বানে নিখোঁজ ২৩ জওয়ান

বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

Follow Us :

সিকিম: মেঘভাঙা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত সিকিম। লাচেন উপত্যকায় তিস্তা নদীতে হড়পা বান। এই হড়পা বানে ভেসে গিয়েছে সেনার গাড়ি। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ২৩ জন সেনা নিখোঁজ। সূত্রের খবর, এদিকে বেশ কিছু সেনার গাড়িও হড়পা বানে ডুবে গিয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধার কাজ। পাশাপাশি বন্ধ রয়েছে ১০ নম্বর জাতীয় সড়কও। এই ঘটনার জেরে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে চুংথাম।

এদিকে সিকিমের রাস্তায় ধসের কারণে বহু পর্যটক আটকে থাকার যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে প্রশাসনের তরফে। এদিকে জানা গিয়েছে, ১০ নম্বর জাতীয় সড়কের বহু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিস্তা সেতু দিয়ে ইতিমধ্যে যান চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: রাত থেকে কলকাতায় মুষলধারে বৃষ্টি, ভিজল জেলাগুলিও 

সিকিমের চুংথামে হ্রদ ফেটে পড়ার জেরে তিস্তার জলস্তর বৃদ্ধির প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে তিস্তার উপর তৈরি একাধিক ব্যারাজে। প্রশাসনের আশঙ্কা, জলস্তর ২৫ থেকে ২৬ মিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তিস্তার গতিপথের দু’পাশে পড়ছে গাজলডোবা ব্যারাজ, দোমহনি, মেখলিগঞ্জ, হলদিবাড়ি, জলপাইগুড়ি শহর।

খবর দেখুন:

Bengal Heavy Rain Flood Situation | সিকিমে হড়পা বান, উত্তর-পূর্ব সিকিমে জারি হাই অ্যালার্ট

RELATED ARTICLES

Most Popular

Recent Comments