রূপ চর্চা: এই গরমের দিনে প্রত্যেকের বাড়িতেই প্রায় লাউ রান্না হয়। অনেক বাড়িতেই লাউয়ের খোসা বাটাও রান্না হয়। জানেন কি এই লাউয়ের খোসাই হতে পারে আপনার সৌন্দর্য্যের সিক্রেট! জেনে নিন লাউয়ের খোসা দিয়ে রূপ চর্চার কিছু টিপস (Lauki for Skin Care)-
- এই উত্তপ্ত গরমের দিনে রোদে পুড়ে ত্বকে খুব সহজেই ট্যান পড়ে যায়। ট্যানিং থেকে বাঁচতে লাউয়ের খোসা ব্যবহার করুন। লাউয়ের খোসা শুধু মুখে ঘষে নিতে পারেন বা পেস্ট বানিয়ে নিয়ে তা মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। তারপর তা ধুয়ে ফেলুন। ত্বক থেকে ট্যান রিমুভ হয়ে যাবে।
আরও পড়ুন: তীব্ৰ গরমে অবশ্যই খান এই খাবার গুলি
- ত্বকে দীর্ঘদিনের দাগ ছোপ দূর করতে লাউয়ের খোসা দারুন উপকারি। খোসা বেটে নিয়ে তারসঙ্গে গোলাপজল মিশিয়ে নিন। সেই পেস্ট স্নানের আগে মেখে নিন। ১৫ মিনিট রেখে ঈষদুষ্ণ জলে ধুয়ে নিন। এতেই মুখ থেকে সরে যাবে দাগ ছোপ।
- গরমের দিনে মুখে চোখে সহজেই ক্লান্তির ছাপ পড়ে। সেক্ষেত্রে ত্বককে সজীব রাখতে সাহায্য করে লাউয়ের খোসা। ত্বকের জেল্লা ফিরে পেতে লাল চন্দনের সঙ্গে লাউয়ের খোসা বেটে নিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে তা ১০ মিনিট পর ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ বার এই পেস্ট ব্যবহার করলে সুফল পাবেন।
(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনটি একাধিক বই, তথ্য এবং বিশেষজ্ঞদের থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে তৈরি। ত্বকের জেল্লার ক্ষেত্রে উপরিউল্লিখিত বিভিন্ন প্রয়োগের ভালো-মন্দ কোনও প্রভাবের জন্য কলকাতা টিভি ডিজিটাল টিম দায়বদ্ধ নয়। কোনও তথ্য বিশ্বাস বা প্রয়োগের আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
আরও খবর দেখুন