কলকাতা: পেস বিভাগের স্তম্ভ হিসেবে যাঁকে ২৪.৭৫ কোটি টানা খরচ করে দলে নেওয়া হয়েছিল সেই মিচেল স্টার্ককে (Mitchell Starc) নিয়ে ধোঁয়াশার অন্ত নেই। কলকাতা নাইট রাইডার্স (KKR) দল হিসেবে দারুণ ফর্মে থাকলেও অজি পেসার জঘন্য বোলিং করছেন। তার উপর জল্পনা ছড়িয়েছে তাঁর চোট নিয়ে। গত দু’ দিন অনুশীলনে এলেও বোলিং করেননি। স্বভাবতই শুক্রবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) কেকেআরের প্রথম একাদশ কী হবে তা নিয়ে প্রশ্ন থাকছে।
স্টার্ক না খেললে অটোম্যাটিক চয়েস হিসেবে খেলতে পারেন শ্রীলঙ্কান পেসার দুষ্মন্ত চামিরা (Dushmantha Chameera)। তিনি যে জোরকদমে প্র্যাকটিস করছেন তা নাইটদের সোশ্যাল মিডিয়া পেজেই দেখা গিয়েছে। চামিরাকে একবার সুযোগ দিয়ে দেখা যেতেই পারে। ভারতীয় বাঁ-হাতি পেসার চেতন সাকারিয়াকেও (Chetan Sakariya) খেলানো যেতে পারে। সেক্ষেত্রে বসানো হতে পারে বৈভব অরোরাকে কারণ হর্ষিত রানা খেলবেনই।
আরও পড়ুন: ব্রাইটনকে ৪ গোল দিয়ে খেতাবের আরও কাছে ম্যান সিটি
#KnightsTV | #KKRvPBKS Match Preview
We believe we can conquer! 💪 pic.twitter.com/wo1IW1bIMl
— KolkataKnightRiders (@KKRiders) April 26, 2024
স্পিন বিভাগে সেই সুনীল নারিন, বরুণ চক্রবর্তী এবং ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সুযশ শর্মা থাকবেন। নাইটদের ব্যাটিং অর্ডারেও বদল হওয়ার সেরকম সম্ভাবনা নেই। তবে চিন্তা বাড়াচ্ছে ভেঙ্কটেশ আইয়ার এবং অঙ্গকৃষ রঘুবংশীর ফর্ম। অন্যদিকে নীতীশ রানার চোটের কী অবস্থা তাও স্পষ্ট নয়। তবে কেকেআরের চিন্তা ব্যাটিং নিয়ে ততটাও নয়, বরং বোলিং নিয়ে।
পঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: সুনীল নারিন, ফিল সল্ট, অঙ্গকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, দুষ্মন্ত চামিরা, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা (ইমপ্যাক্ট প্লেয়ার সুযশ শর্মা)
দেখুন অন্য খবর: