HomeBig newsবাংলার তিন কেন্দ্রে বিকেল ৫টা পর্যন্ত ভোটের হার ৭০ শতাংশ
Lok Sabha Election 2024

বাংলার তিন কেন্দ্রে বিকেল ৫টা পর্যন্ত ভোটের হার ৭০ শতাংশ

দ্বিতীয় দফায় দেশের ৮৮ কেন্দ্রে ভোট পড়ল ৬০ শতাংশ

Follow Us :

কলকাতা: দ্বিতীয় দফার ভোটে (Second Phase Election) শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত বাংলায় তিন কেন্দ্রে ভোটদানের হার ৭০ শতাংশের বেশি। বিকেল ৫টা পর্যন্ত রাজ্যের তিন কেন্দ্রে মোট ভোট পড়েছে ৭১.৮৪ শতাংশ। এদিন রাজ্যের দার্জিলিং, বালুরঘাট, রায়গঞ্জে ভোট হল। নির্বাচন সম্পন্ন হল। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবেই মিটেছে দ্বিতীয় দফার ভোট। বিকেল ৫টা পর্যন্ত দার্জিলিংয়ে ৭১.৪১ শতাংশ, রায়গঞ্জে ৭১.৮৭ শতাংশ, বালুরঘাটে ৭২.৩০ শতাংশ ভোট পড়েছে। এই ভোটের হার আরও বাড়তে পারে। 

এদিন পশ্চিমবঙ্গ-সহ দেশের ১৩টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৮৮ আসনে নির্বাচন হয়েছে। গরমকে উপেক্ষা করে সকাল থেকেই মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার ভোট প্রচারে ছিলেন বাংলায়। মালদহে নির্বাচনী সভায় তিনি বলেন, সকাল থেকে মানুষ আজ গণতন্ত্র্রের উতসবে শামিল হয়েছে। তাদের ধন্যবাদ জানাই।  সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, দ্বিতীয় দফার ভোটও খুব ভালো হয়েছে। এনডিএর পক্ষে অভূতপূর্ব সমর্থন মিলেছে। তাতে বিরোধীরা হতাশ। যুব এবং মহিলা সমাজের উতসাহ ছিল দেখার মতো। 

নির্বাচন কমিশন সূত্রের খবর, দ্বিতীয় দফায় দেশের ৮৮ আসনে ভোটদানের হার ৬০.৭ শতাংশ। বিকেল পাঁচটা পর্যন্ত দেশের ১৩টি রাজ্যের মধ্যে মণিপুর, ছত্তীশগড়, পশ্চিমবঙ্গ, অসম এবং ত্রিপুরায় ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। অন্যদিকে, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্রে ভোটদানের হার সবচেয়ে কম, সেখানে ভোট পড়েছে যথাক্রমে ৫২.৬ শতাংশ, ৫৩ শতাংশ এবং ৫৩.৫ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে ত্রিপুরাতে। কমিশনের তথ্য অনুযায়ী, এই রাজ্যে ভোটদানের হার ৬৮.৯ শতাংশ। আর সবচেয়ে কম উত্তরপ্রদেশে। দুপুর ৩টে পর্যন্ত সেখানে ভোট পড়েছে ৪৪.১ শতাংশ। দুপুর ৩টে পর্যন্ত কমিশনের হিসাবের নিরিখে বাংলার তিন আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে দার্জিলিংয়ে। 

আরও পড়ুন: গরমে বাংলায় ভোটের নামে কমিশন অত্যাচার করছে, অভিযোগ মুখ্যমন্ত্রীর

এদিন বিজেপির রাজ্য সভাপতি এবং বালুরঘাট কেন্দ্রের প্রার্থী সুকান্ত মজুমদার বলেন, নির্বাচন কমিশনকে (Election Commission) আরও বেশি অ্যাক্টিভ হতে হবে। এখনও পর্যন্ত যা নির্বাচন হয়েছে তাতে আমরা খুশি। দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে মোটের উপর শান্তিতে ভোট হলেও ইভিএম নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে।  বালুরঘাট সহ একাধিক জায়গায় ইভিএম খারাপ হওয়ার অভিযোগ এসেছে।  কমিশন সূত্রের খবর, বাংলা থেকে ২৯০ টিরও বেশি অভিযোগ পেয়েছে, যার বেশিরভাগই ইভিএম ত্রুটি সম্পর্কিত। অনেক জায়গাতেই ইভিএম কাজ করছে না বলে এদিন অভিযোগ তুলেছে  তৃণমূল। ইভিএম ভিভিপ্যাট ছাড়াও কেন্দ্রীয় বাহিনীর (Central Force) বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ জমা পড়ছে। তারা ভোটদানে বাধা দিচ্ছে বলে অভিযোগ। বালুরঘাটের তপনের পতিরাম গার্লস স্কুলের ১০০ নম্বর বুথে সুকান্তকে ঘিরে গো ব্যাক স্লোগান দিলেন তৃণমূল কর্মীরা। বিজেপি এবং তৃণমূলের অভিযোগ ও পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে মোটের উপর শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে।

শাসকদলের মন্ত্রী ব্রাত্য বসু দাবি করেন, দ্বিতীয় দফার ভোটেও বিজেপির হাল খারাপ। সকাল থেকে সুকান্ত মজুমদারের ভূমিকা দেখেই বোঝা গিয়েছে, তাঁর প্রাক্তন সাংসদ হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। 

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Loksabha Election | 'তাহলে আর কী বাকি থাকে?' চাকরি বাতিল নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতির
11:15
Video thumbnail
Weather Update | কলকাতাসহ ১১ জেলায় কালবৈশাখীর পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টায় ঝড়বৃষ্টির সতর্কতা
01:13
Video thumbnail
Loksabha Election 2024 | তৃতীয় দফায় বাংলার ৪ আসনে ভোট, জঙ্গিপুরে তৃণমূল-বিজেপি হাতাহাতি
09:40
Video thumbnail
Mamata Banerjee | মোদির কথা মানে মিথ্যের গ্যাসবেলুন: মমতা
15:55
Video thumbnail
Loksabha Election 2024 | মুর্শিদাবাদের ডোমকলে ভোটারদের ভোটদানে বাধার অভিযোগ
06:19
Video thumbnail
Loksabha Election 2024 | ১টা পর্যন্ত জঙ্গিপুরে ভোটের হার ৪৯.৯১%
13:23
Video thumbnail
Loksabha Election 2024 | তৃতীয় দফায় বাংলার ৪ আসনে ভোট, ডোমকল, রানিনগরে বোমাবাজি
10:59
Video thumbnail
Loksabha Election 2024 | উলুবেড়িয়ায় বিজেপির বিক্ষোভ ঘিরে তুলকালাম, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
03:37
Video thumbnail
Loksabha Election 2024 | মুর্শিদাবাদে সেলিমকে ঘিরে গো ব্যাক স্লোগান
08:31
Video thumbnail
Loksabha Election 2024 | লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট আজ
12:20