নয়াদিল্লি: তৃতীয় দফা ভোটের দিনেই বিজেপি (BJP)-তে যোগ দিলেন হিরামান্ডি খ্যাত অভিনেতা শেখর সুমন (Shekhar Suman)। মঙ্গলবার দিল্লিতে বিজেপির মূল কার্যালয়ে গিয়ে পদ্ম শিবিরে যোগ দিলেন অভিনেতা। শেখরের পাশাপাশি কংগ্রেসের জাতীয় মুখপাত্র রাধিকা খেরা-ও এদিন বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপি নেতা বিনোদ তাওড়ের উপস্থিতিতে শেখর ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন।
শেখর সুমন এর আগে কংগ্রেসের টিকিটে বিহারের পাটনা সাহিব থেকে ২০০৯ সালে লোকসভা নির্বাচনে লড়েছিলেন। তবে সেবার বিজেপির শত্রুঘ্ন সিনহার কাছে হেরে যান। আজ বিজেপিতে যোগ দিয়ে শেখর জানান, আমি কাল পর্যন্ত জানতাম যে আজ আমি এখানে বসে থাকব। জীবনে অনেক কিছুই এরকম আচমকা ঘটে। আপনার কপালে কী আছে, সেটা তো জানা যায় না। ঈশ্বরকে ধন্যবাদ জানাব। কারণ রামের আদেশ পালনের জন্যই আমি আজকে বিজেপিকে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা, অনুরাগ ঠাকুরকে ধন্যবাদ জানান অভিনেতা।
#WATCH | Actor Shekhar Suman joins BJP at the party headquarters in Delhi pic.twitter.com/Y1izO3Fp6X
— ANI (@ANI) May 7, 2024
আরও পড়ুন: রাজনীতির ময়দানে বাবার সঙ্গে বিভাজন রেখা টানলেন সোনাক্ষী!
প্রসঙ্গত, শেখর সুমন ৯০-এর দশকের শেষ থেকে ২০০০ সাল পর্যন্ত নিজের কর্মজীবনের শীর্ষে ছিলেন। সেসময় তিনি ছিলেন ভারতের সবচেয়ে বেশি আয় করা টিভি অভিনেতাদের একজন। সম্প্রতি সঞ্জয় লীলা বনশালির ‘হীরামাণ্ডি’ (Heeramandi) সিরিজে বছর খানেক বাদে চমক দিয়েছেন সুমন।
আরও খবর দেখুন