Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদনরাজনীতির ময়দানে বাবার সঙ্গে বিভাজন রেখা টানলেন সোনাক্ষী!
Sonakshi Sinha

রাজনীতির ময়দানে বাবার সঙ্গে বিভাজন রেখা টানলেন সোনাক্ষী!

রাজনীতিতে যোগদান প্রসঙ্গে সোজাসাপটা জবাব তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন কন্যার

Follow Us :

মুম্বই: ২৪-এর লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) তৃণমূলের প্রার্থী (TMC Candidate) হয়েছেন বি-টাউনের জনপ্রিয় অভিনেতা শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। তৃণমূল কংগ্রেসের হয়ে আসানসোল কেন্দ্রে প্রার্থী হয়েছেন তিনি। শত্রুঘ্ন সিনহার পরিবারে শুধু তিনি একাই নন, তাঁর দুই যমজ ছেলের মধ্যে এক ছেলে রাজনীতিতে পা রেখেছেন। স্ত্রী পুনমও রাজনীতির সঙ্গে যুক্ত। মেয়ে সোনাক্ষী বলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী। বাবার পথে হেঁটে কি সোনাক্ষীও রাজনীতিতে আসবেন? সম্প্রতি সেই নিয়েই মুখ খুললেন অভিনেত্রী।

আরও পড়ুন: ‘রেক্কা’-র পর ফের টলি ছবিতে বাঁধন!

সঞ্জয় লীলা বনশালির ‘হীরামাণ্ডি’ সিরিজে প্রথমে রেহানা, পরে রেহানার মেয়ে ফরিদানের চরিত্রে অভিনয় করে সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) প্রশংসিত হয়েছেন। সম্প্রতি এই ওয়েব সিরিজের জন্যই সাক্ষাৎকার দিচ্ছিলেন অভিনেত্রী। সেখানেই বাবার মতো তিনিও কি কখনও রাজনীতিতে আসবেন? প্রশ্ন শুনে হেসে ওঠেন অভিনেত্রী। বলেন, না না, তাহলে তো আপনারাই স্বজনপোষণ বলতে শুরু করবেন।

সোনাক্ষীর বলেন, তিনি বাবার মতো নন। অনেক খামতি রয়েছে তাঁর। সোনাক্ষী জানান, তাঁর বাবা সাধারণ মানুষের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। কিন্তু তিনি সব কিছু ব্যক্তিগত রাখতে পছন্দ করেন। অভিনেত্রীর কথায়, রাজনীতিতে এলে গোটা দেশের জনগণের জন্য ভাবতে হয়। সেই ক্ষমতা তাঁর নেই। রাজনীতির জন্য যে ধরনের জীবনবোধের প্রয়োজন, সেটা তাঁর ভাবনাচিন্তার থেকে একেবারেই আলাদা বলেই মত অভিনেত্রীর।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular